করোনা আক্রান্ত পরিবারের পাশে শিল্পী ঋদ্ধি বন্দোপাধ্যায়

0
203

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

নিজের মতো করে এই অতিমারির সময়ে মানুষের জন্য কিছু করার তাগিদ অনুভব করে বাড়ি থেকে রান্না করে করোনা আক্রান্তদের পাঠাচ্ছেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী তথা পঞ্চকবির কন্যা ঋদ্ধি বন্দোপাধ্যায়।এই কঠিন সময়ে মানুষের পাশে এসে দাঁড়ানোটাই কর্তব্য মনে করেন তিনি।

riddhi banerjee | newsfront.co

পঞ্চকবির গান এবং বাংলা নাটকের গানের জন্য বিশেষ ভাবে পরিচিত ঋদ্ধি বন্দোপাধ্যায় জানান- “গত তিন-চার সপ্তাহ ধরে করোনা আক্রান্ত চোদ্দো-পনেরো জনকে খাওয়ানোর ব্যবস্থা করে দিচ্ছি নিজে রান্না করে। ফেসবুকে ‘সংবেদ’ নামক এক স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে জানতে পারলাম এমন কিছু পরিবারের কথা যাদের এই সহযোগিতার বিশেষভাবে প্রয়োজন রয়েছে।

আরও পড়ুনঃ করোনা আক্রান্তদের জন্য অনীকের অনন্য উদ্যোগ

তাই নিজেই রান্না করছি, এতে মনের যে আনন্দ তা ভাষায় প্রকাশ করা যায় না। এই কাজ আপাতত চালিয়ে যাব বলেই ঠিক করেছি। এটা সম্পূর্ণ সেল্ফ ফান্ডিংয়েই করছি।”তিনি আরো বলেন, অনুষ্ঠান এখন সবই অনলাইন, পাশাপাশি ক্লাসও থাকে। কিন্তু মনে হচ্ছিল মানুষের জন্যও কিছু করি।যেটুকু আমার সাধ্যের মধ্যে হচ্ছে নিজের মতো করে চেষ্টা করলাম।

আরও পড়ুনঃ তাঁরা নেগেটিভ

অনলাইন অ্যাপে খাবার ডেলিভারি সার্ভিসের মাধ্যমে খাওয়ার পাঠিয়ে দিচ্ছি। শিল্পীর এহেন উদ্যোগকে সাধুবাদ দিতেই হয়। ঋদ্ধির মতো এহেন উদ্যোগে শামিল বিনোদন দুনিয়ার আরও বহু মানুষ। সকলের উদ্যোগে সাধারণ মানুষ উপকৃত হবে তা বলাই বাহুল্য৷

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here