নির্দল থেকেই হবে জয়লাভ, আশাবাদী প্রদীপ পট্টনায়েক

0
67

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

আগামী ২৫ নভেম্বর খড়্গপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করে ফেলেছে উভয় দলই। তৃণমূল থেকে প্রার্থী হিসাবে দাঁড়িয়েছেন খড়্গপুর পৌরসভার পৌর প্রধান প্রদীপ সরকার। অপরদিকে বিজেপির পক্ষ থেকে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন প্রেমচন্দ্র ঝা।

in a single win the election | newsfront.co
তৃণমূল প্রার্থী প্রদীপ সরকারের পাশে প্রদীপ পট্টনায়েক। নিজস্ব চিত্র

বিজেপি দলীয় সূত্রে জানা গিয়েছে, প্রেমচন্দ্র বাবু বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের খুব ঘনিষ্ঠ হিসাবে পরিচিত। এতে বিজেপির একাংশের তৈরি হয়েছে অন্তঃকলহ।

দলীয় সূত্রে আরও জানা গিয়েছে, এক সময় খড়্গপুর শহরে বিজেপি নেতা প্রদীপ পট্টনায়েক বিজেপির সর্বেসর্বা ছিল। বিজেপির প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকে অন্তঃকলহ হওয়ায় প্রদীপ পট্টনায়েক ইতিমধ্যেই বিজেপির বেশ কিছু কর্মী-সমর্থকদের নিয়ে বিজেপি বাঁচাও কমিটি সংগঠিত করে। শুধু তাই নয়, খড়্গপুর উপ-নির্বাচনের নির্দল প্রার্থী হিসেবে প্রদীপ পট্টনায়েক নমিনেশন জমা দেন। আর তাতেই দলের মধ্যে শুরু হয়েছে জল্পনা।

আরও পড়ুনঃ শুরু হয়েছে ভিভিপাটের মাধ্যমে ভোট গণনা

বৃহস্পতিবার দল বিরোধী কাজ করায় প্রদীপ পট্টনায়েককে দল থেকে সাসপেন্ড করা হয়। বিজেপির জেলা সভাপতি অমিত কুমার দাস বলেন, প্রদীপ দল বিরোধী কাজ করেছে, দলের প্রার্থীর বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছে। তাই প্রদীপ পট্টনায়েক কে দল থেকে সাসপেন্ড করা হল।

অন্যদিকে বিজেপি সূত্রে জানা যায়, একসময় নাকি খড়্গপুর শহরে বিজেপির প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত ছিল প্রদীপ পট্টনায়েক। আরও জানা যায়, খড়্গপুর বিধানসভা থেকে তিনবার ও মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে একবার প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন বিজেপি নেতা তথা বর্তমান নির্দল প্রার্থী প্রদীপ পট্টনায়েক।

অন্যদিকে প্রদীপ পট্টনায়েকের বক্তব্য, বর্তমান বিজেপি থেকে যে প্রার্থী হয়েছেন, জমি কেলেঙ্কারির বিষয়ে তার বিরুদ্ধে ১০ কোটি টাকার প্রতারণার অভিযোগ রয়েছে। ইতিমধ্যেই সিআইডি তদন্ত চলছে এ বিষয়ে, অথচ দল তাকেই প্রার্থী করল।

তিনি তার জন্য বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এর দিকেই আঙুল তোলেন। তিনি আরও বলেন, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ যতদিন এ রাজ্যের সভাপতিত্ব সামলাবেন, ততদিন বাংলায় ক্ষমতা আসবে না। তিনি আরও বলেন, দলের কর্মী-সমর্থকরা আমার পাশে আছেন আর খড়্গপুরের লোক আমাকে আশীর্বাদ করবেন, অতএব আগামী খড়্গপুর বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনে নির্দল প্রার্থী প্রদীপ পট্টনায়েক জয়লাভ করবেন সে বিষয়ে নিশ্চিত।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here