আনিস হত্যার বিচারবিভাগীয় তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই: SIO

0
103

সজিবুল ইসলাম,মুর্শিদাবাদঃ

শুক্রবার গভীর রাতে হাওড়ার আমতায় নিজের বাড়িতেই নৃশংসভাবে খুন হন আনিস খান। আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আনিসকে বাড়ির ছাদ থেকে ঠেলে ফেলে দিয়ে খুনের অভিযোগ উঠেছে। আজ এসআইও-র পক্ষ থেকে আনিস হত্যার দ্রুত ন্যায়বিচারের দাবিতে ইসলামপুর বাসস্ট্যান্ডে প্রতিবাদ কর্মসূচী পালিত হল। এদিনের কর্মসূচী থেকে আনিস হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচারবিভাগীয় তদন্তের দাবি জানানো হয়।

SIO protest
প্রতিবাদ কর্মসূচী। নিজস্ব চিত্র

সংগঠনের দক্ষিণ মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সভাপতি তৌসিফ আহমেদ বলেন, “আনিস খানের মত সমাজের একজন প্রতিবাদী কন্ঠের মৃত্যুতে মর্মাহত ও নিন্দার কোন ভাষা নেই। প্রতিবাদী সত্ত্বাকে চিরতরে শেষ করে দেওয়া দেশের জনগণ তথা গনতন্ত্রের জন্য ক্ষতিকর”। জেলা সম্পাদক মন্ডলীর সদস্য গোলাম কিবরিয়া বলেন, “আনিসের মত নৃশংস ঘটনার পুনরাবৃত্তি বাংলার মাটিতে না ঘটে তার জন্য প্রশাসনের উচিত তাঁর হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া”।

SIO
নিজস্ব চিত্র

আলিয়া বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকেই বিভিন্ন গণ আন্দোলন ও সামাজিক কাজের সাথে যুক্ত ছিল আনিস।সিএএ-এনআরসি আন্দোলনের সময় সে ছিল প্রথম সারিতে। জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য রাসেল কাইজার বলেন, “আনিস খানের মত ছাত্রনেতার প্রতিবাদী কণ্ঠকে দমন করতেই তাঁর এই পরিণতি হল কি না তা খতিয়ে দেখতে হবে, সত্য ঘটনা প্রকাশ্যে আসা অত্যন্ত প্রয়োজন। ঘটনার সুষ্ঠ তদন্ত করে হত্যাকান্ডের সঙ্গে জড়িত প্রকৃত আসামিদের বিচার হোক।” উক্ত প্রতিবাদ কর্মসূচীতে উপস্থিত ছিলেন এসআইও মুর্শিদাবাদ জেলার প্রাক্তন সহ সভাপতি ইসমাঈল মন্ডল, রাণীনগর ১ ব্লক সম্পাদক বেলাল হোসেন, শিক্ষাঙ্গন সম্পাদক আসিফ রেজা সহ প্রমুখেরা।

আরও পড়ুনঃ পঞ্চম পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় ৫ বছর কারাদন্ডের সাজা লালু প্রসাদের

উল্লেখ্য, পুলিশের পোশাকে রাত ১টা নাগাদ আনিস খানের বাড়িতে ঢোকে চার জন। তারপর তিন তলার ছাদ থেকে ছাত্রনেতাকে ঠেলে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। পরবর্তীতে আনিসকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করে। আনিস খানের মৃত্যুতে আজ উত্তাল সারা রাজ্য। দাবি একটাই, দোষীদের উপযুক্ত শাস্তি হোক।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here