সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ
সর্বভারতীয় আদর্শ ছাত্র সংগঠন SiO (Students Islamic Organisation Of India) -এর পক্ষ থেকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আংশিক লকডাউনের নামে সমস্ত কিছু খোলা রেখে শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে সম্পূর্ণরূপে বন্ধ করার প্রকৌশলী ব্যবস্থাপনার বিরুদ্ধে বিভিন্ন পন্থা অবলম্বন করে এর প্রতিবাদ জানানো হল।
এদিন গোটা রাজ্যের ন্যয় মুর্শিদাবাদের SiO লালগোলা ব্লকের পক্ষ থেকে ৯ ই জানুয়ারী, ২০২২ মানববন্ধনের মাধ্যমে আংশিক লকডাউনের প্রতিবাদ জানিয়ে এই দাবি করা হয় যেন অতিসত্বর কোভিড বিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে অল্পসংখ্যক হলেও ছাত্র-ছাত্রীদের নিয়ে পঠন-পাঠন শুরু করা হয়।
এদিন SiO লালগোলা ব্লকের মানববন্ধনের মাধ্যমে গোটা রাজ্যের ছাত্র-যুব থেকে শুরু করে অভিভাবক এমনকি শিক্ষক শ্রেণীকেও সোচ্চার করার করার ডাক দেওয়া হয়। মানববন্ধনের মধ্য দিয়ে এদিন তারা বেশকিছু দাবি জানায় যেমন, “শিক্ষায় জাতির মেরুদন্ড তবুও শিক্ষাঙ্গন কেন বন্ধ”, “পাঠশালা যদি বন্ধ, তবে পানশালা চলবে কেন?” সব কিছুই যখন আংশিকভাবে খোলা তখন শিক্ষাঙ্গনে কেন সম্পূর্ণরূপে তালা?” এসবের মধ্যে তারা এদিন পথে নামে।
আরও পড়ুনঃ অভিনব উদ্যোগ, কম্বল দিয়ে অসহায় ভবঘুরেদের পাশে লালগোলার রক্তযোদ্ধা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584