উপত্যকায় কাশ্মীরি পন্ডিতদের ক্ষোভ সামাল দিতে তড়িঘড়ি সিট গঠন

0
77

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

জঙ্গিদের হাতে খুন হওয়া কাশ্মীরি পণ্ডিত তথা সরকারি কর্মচারী রাহুল ভাটের দেহ নিয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন কাশ্মীরি পণ্ডিতরা। আর তখনই তাদের ছত্রভঙ্গ টিয়ার গ্যাসের সেল ছোঁড়ে কাশ্মীর পুলিশ। যে কাশ্মীরি পণ্ডিতদের নিয়ে কাশ্মীরে জনভিত্তির দাবি মোদী সরকারের, সেই পণ্ডিতদের ওপরই টিয়ার গ্যাস ছুড়েছে কাশ্মীর পুলিশ। আর তাতেই  ধাক্কা খেয়েছে কেন্দ্রের পণ্ডিত-প্রীতি। প্রবল ক্ষোভ সৃষ্টি হয়েছে কাশ্মীরের পণ্ডিতদের মনে।

ছবিঃ কাশ্মীর ডাইজেস্ট

এই ক্ষোভ প্রশমনে পণ্ডিতদের ওপর পুলিশের এই আচরণের তদন্তে তড়িঘড়ি সিট গড়ল প্রশাসন। জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা এই বিশেষ তদন্তকারী দল গড়েছেন।  ডিআইজি পদমর্যাদার এক পুলিশ আধিকারিকের নেতৃত্বে গঠিত হল এই সিট। রবিবার এই সিট গঠনের কথা জানান জম্মু -কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর  মনোজ সিনহা।  তিনি বলেন কাশ্মীরি পণ্ডিতদের ওপর পুলিশের বলপ্রয়োগের বিষয়টিও খতিয়ে দেখবে সিট।

আরও পড়ুনঃ পাকিস্তানে ২ শিখ হত্যাকাণ্ডে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ প্রধানমন্ত্রী শেহবাজের

রাহুল ভাট ছিলেন কাশ্মীরের রাজস্ব দফতরের আধিকারিক। বৃহস্পতিবার তাঁকে জঙ্গিরা গুলি করে হত্যা করে। সেই সময় রাহুল ভাট বুদগাম জেলার চাদুরা ব্লক অফিসে কর্মরত ছিলেন। তার প্রতিবাদেই পণ্ডিতরা বিক্ষোভ দেখাচ্ছিলেন। এই পণ্ডিতরা সকলেই সরকারি কর্মচারী। ঘটনার সময় তাঁরা নিরাপদ স্থানে বদলির দাবি জানাচ্ছিলেন। পন্ডিতদের এই দাবি মেনে জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর  আগামী এক সপ্তাহের মধ্যে পণ্ডিতদের নিরাপদ স্থানে বদলির আশ্বাস দিয়েছেন। মনোজ সিনহা বলেন উপত্যকাকে ফের অশান্ত করতেই পরিকল্পনা মাফিক এই ঘটনা ঘটানো হয়েছে। তবে এই চেষ্টা ফলপ্রসূ হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here