শ্যামল রায়,বর্ধমানঃ
শুক্রবার বর্ধমান শহর জনপ্রিয় হকার্স ইউনিয়নের ডাকে হকার উচ্ছেদ বন্ধ করার দাবিতে নাগরিক গণঅবস্থান অনুষ্ঠিত হলো শহরের কার্জন গেটে।উপস্থিত ছিলেন ইউনিয়নের কর্মকর্তারা।
নাগরিক অবস্থানে অভিযোগ করা হয়েছে যে দিনের পর দিন বর্ধমান শহরে তারা বিভিন্ন সময়ে উচ্ছেদ হচ্ছেন।এর ফলে ছেলে মেয়ে নিয়ে সংসার চালাতে তারা হিমশিম খাচ্ছেন।এছাড়াও চরম আর্থিক সংকটের সম্মুখীন হচ্ছেন এ সমস্ত হকাররা তাই অবিলম্বে হকার উচ্ছেদ বন্ধ করার দাবিতে সরব হয়েছেন তারা।
অভিযোগ তুলেছেন প্রশাসনিক কর্মকর্তা এবং বর্ধমান শহরের পৌরসভার কর্মকর্তাদের বিরুদ্ধে।
তাদের দাবি সরকার এবং বর্ধমান পৌরসভা তাদের জন্য কর্মসংস্থানের বিষয়টি ভাবা উচিত।নাগরিক অবস্থানে নেতৃত্ব আশা করেছেন যে বিষয়টি সহানুভূতির সঙ্গে দেখবেন প্রশাসনিক এবং পৌরসভার কর্মকর্তারা।
আরও পড়ুনঃ উন্নয়ন নিয়ে প্রথম বৈঠক কালনা ২ ব্লকে
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584