মনিরুল হক, কোচবিহারঃ
পরিকাঠামোগত সমস্যা সহ আরও নানা অভিযোগ তুলে অবস্থান বিক্ষোভে বসল তুফানগঞ্জ পলিটেকনিক কলেজের পড়ুয়ারা। কলেজের পরিকাঠামো উন্নয়ন,হোস্টেল সমস্যা সমাধানসহ নানা দাবিতে আজ কলেজের গেটে অবস্থান বিক্ষোভ করে পড়ুয়ারা। ছাত্রদের অভিযোগ, সরকারি নিয়ম অনুযায়ী তাদের যন্ত্রপাতি পাওয়ার কথা। কিন্তু কলেজে ফ্রি প্র্যাকটিস করার মত যন্ত্রপাতি নেই, মাঠ নেই।যে মাঠ রয়েছে তাতে জল জমে আছে।কারিগরি শিক্ষা মানে হাতে কলমে শিক্ষা।কিন্তু এই কলেজে তার ঠিক পরিকাঠামো নেই। প্রয়োজন অনুযায়ী শিক্ষক নেই। দুটি বিভাগের জন্য মাত্র তিনজন শিক্ষক আছে। এই পরিস্থিতিতে তাদের ভবিষ্যৎ অন্ধকার হওয়ার মত বলেও অভিযোগ ছাত্রদের।
তাদের আরও অভিযোগ, “জয়েন্ট ডিরেক্টর এই কলেজ পরিদর্শনে এসে তাদের আশ্বাস দিয়ে গিয়েছিল।কিন্তু সেই আশ্বাস শুধু মুখেই। তাতে চিড়ে ভেজে নাই।”এদিন ছাত্রছাত্রীরা জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে কলেজের পরিকাঠামো উন্নয়নসহ বিভিন্ন দাবি সমাধানে উদ্যোগ নেওয়ার বিষয়ে লিখিত আশ্বাস না পাওয়া পর্যন্ত তারা অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবে।
এই বিষয়ে কলেজের অফিসার ইনচার্জ অনুপম বর্মন বলেন, “কলেজের প্রথম ও দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীদের যন্ত্রপাতি প্রয়োজন মত রয়েছে। তৃতীয় বর্ষের কিছু সমস্যা রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।তার ব্যবস্থা হচ্ছে।আর হোস্টেল এখনও চালু হয়নি। তার জন্য কুক, সুইপার ও অন্যান্য কর্মীর দরকার রয়েছে। সেই সব দিক ঠিক করে উদ্যোগ নেওয়া হবে। আমাদের এই কলেজটি নিচু জমিতে।তাই তৈরির সময় মাঠের যেসব জায়গা উঁচু করা হয়েছিল,বাকিটা এমন অবস্থায় রয়েছে। সমস্ত বিষয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব। তারা যেভাবে বলবে, সেভাবে ব্যবস্থা নেওয়া হবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584