তাবরেজ আনসারী হত্যা কান্ডে অভিযুক্ত ছয় জনের জামিন

0
317

ওয়েব ডেস্কঃ

তাবরেজ আনসারী ভিড় হত্যাকাণ্ডে অভিযুক্ত ৬ জনের জামিনের আবেদন মঞ্জুর করল মঙ্গলবার রাচি হাইকোর্ট। গত জুন মাসে তাবরেজ আনসারীর গণপিটুনির ভিডিও দেশব্যাপী টেলিভিশন ও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল। চুরির অভিযোগে তাকে একটি খুঁটিতে বেঁধে দীর্ঘ সময় ধরে পেটানো হয়। অভিযুক্ত ৬  জনের মধ্যে গতকাল একজন ও আজ ৫ জন জামিন পেয়েছে।

তাবরেজ আনসারী পক্ষে আদালতে উপস্থিত সাদাব আনসারী গণমাধ্যমকে জানান যে জামিন দেওয়ার সময় কোর্ট জানায় যে অভিযুক্তদের বিরুদ্ধে নির্দিষ্ট কোন অভিযোগ নেই এবং অভিযুক্তদের নাম এফআইআরেও নথিভুক্ত নেই।

মৃত তাবরেজ আনসারীর স্ত্রী শায়েস্তা পারভীনের আইনজীবী এ. আল্লম গণমাধ্যমকে জানান যে এই ধরনের কেসে ভিকটিমের পক্ষে প্রত্যেক অভিযুক্তের বিরুদ্ধে আলাদা আলাদা ভাবে আইনি লড়াই করা খুব মুশকিল কারণ এখানে ভিড়ের মধ্যেই অপরাধীরা ছিল।

মোটরসাইকেল চুরির অপবাদে তাবরেজকে অত্যন্ত নৃশংসভাবে হত্যা করা হয়। গত ১৭ ই জুনের এই ঘটনায় মোট ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয় ঝাড়খণ্ডের সারাইকেলা খার্সাওয়ান জেলায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here