‘ভোট পরবর্তী হিংসা’য় এবার অগ্নিগর্ভ যোগী রাজ্য, মৃত কমপক্ষে ৬

0
103

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ

২০২১বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই উত্তপ্ত বাংলা। হিংসার কাদা ছোঁড়াছুঁড়ি লেগেই রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলির মধ্যে। এবার একই দৃশ্য দেখা গেল যোগী রাজ্য উত্তরপ্রদেশেও।

Yogi Adityanath | newsfront.co

উত্তরপ্রদেশের পঞ্চায়েত ভোট শেষ হওয়ার পর থেকেই শুরু হয়েছে লাগামহীন সন্ত্রাস। এই প্রসঙ্গে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে তীব্র কটাক্ষ করেছেন বিএসপি সুপ্রিমো মায়াবতী। বিরোধীদলের অভিযোগ, এই সংঘর্ষে কমপক্ষে ৬ জন মারা গিয়েছেন, আহত একাধিক। ভোট পরবর্তী হিংসা সবথেকে বেশি ছড়িয়েছে উত্তরপ্রদেশের গোরক্ষপুর, আজমগড়, জৈনপুর ও দেওড়িয়া এলাকায়। বহু জয়ী প্রার্থীর ওপর হামলা করা হয়েছে, আক্রান্ত হয়েছে তাদের পরিবারও।

পুলিশ সূত্রে খবর, ভোট পরবর্তী হিংসা ছড়ানোর অভিযোগে এখনও পর্যন্ত দু’হাজার জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে উত্তরপ্রদেশ পুলিশ। আটক করা হয়েছে প্রায় ৬ হাজার জনকে, গ্রেফতার ৬২১।

আরও পড়ুনঃ করোনা নিরাময়ে গোমূত্র পানের পরামর্শ উত্তরপ্রদেশের বিজেপি বিধায়কের

প্রসঙ্গত, বাংলাতেও বিভিন্ন এলাকায় ভোট পরবর্তী হিংসার অভিযোগ উঠে আসছে। গেরুয়া শিবিরের দাবি, তাদের কর্মীদেরই টার্গেট করছে শাসক দল। এই অভিযোগে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারির দাবিও জানায় বিজেপি। একাধিক ধরনা কর্মসূচিও পালন করে গেরুয়া শিবির। এরপর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের চার সদস্যের দল তদন্তে আসে বাংলায়। এই প্রসঙ্গে প্রশ্ন উঠছে যে, এবার কি তাহলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক উত্তরপ্রদেশেও স্পেশাল টিম পাঠাবে ভোট পরবর্তী হিংসার কারণ খতিয়ে দেখতে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here