পারিবারিক বিবাদ ছড়াল হাসপাতালের ইমারজেন্সি পর্যন্ত! আহত ৬, ধৃত ৩

0
123

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

লক্ষ্মী পুজোর রাতেই খড়্গপুরের ঝুলিতে সংঘর্ষ। সংঘর্ষের রেশ ছড়ালো হাসপাতালের ইমার্জেন্সি পর্যন্ত। চিকিৎসকদের সামনেই ইমার্জেন্সির ভিতরে হাতাহাতিতে জড়াল দু’পক্ষ। পরে আহত অবস্থায় দু’পক্ষের ছয়জনকে ভর্তি করা হয় হাসপাতালে। তীব্র উত্তেজনা ছড়াল গোটা ঘটনায়।

Kharagpur Subdivision hospital | newsfront.co
নিজস্ব চিত্র

প্রসঙ্গত লক্ষ্মীপুজোর রাতেই খড়্গপুরের ঝুলিতে পারিবারিক বিবাদে জড়িয়ে পড়ে দু’টি পরিবার। বউয়ের সঙ্গে স্বামীর ঝগড়া হয়, পরে বউকে বাপের বাড়ি পাঠিয়ে দেয় স্বামী। মানতে পারেননি বউয়ের ভাইরা, জামাইবাবুর কাছে জানতে চেয়ে জামাইবাবুর বাড়িতে পৌঁছায় তারা ৷ পরে কথাকাটাকাটি শুরু হলে তা পৌঁছে যায় সংঘর্ষের পর্যায়ে । আহত অবস্থায় চারজনকে নিয়ে আসা হয় খড়্গপুর মহকুমা হাসপাতালে।

আরও পড়ুনঃ ভরদুপুরে অগ্নিকান্ড! চাঞ্চল্য সেক্টর-৫ এ

Police action | newsfront.co
হাতাহাতি নিয়ন্ত্রণে পুলিশ। নিজস্ব চিত্র

এরপর হাসপাতালের ইমার্জেন্সিতে চিকিৎসা চলার সময় আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে দু’পক্ষ। ধাক্কাধাক্কিতে ইমার্জেন্সিতে থাকা চিকিৎসার সরঞ্জাম মাটিতে পড়ে যায়। এরপর হাসপাতালের নিরাপত্তারক্ষীরা কোনোক্রমে তাদের নিয়ন্ত্রণ করে।

আরও পড়ুনঃ জেলা থেকে চেয়ে স্বাস্থ্য দফতর নামের তালিকা পাঠাচ্ছে কেন্দ্রকে

হাসপাতালের ভেতরে মারামারির সময় আহত হয় আরও দু’জন। প্রত্যেককেই ভর্তি করা হয়েছে খড়্গপুর মহকুমা হাসপাতালে। ঘটনার পর তদন্তে নেমে ৩ জনকে আটক করেছে খড়্গপুর টাউন থানার পুলিশ। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here