নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
তাড়াহুড়ো করে দ্রুতগতিতে মারুতি চালাতে গিয়ে বিপাকে পড়লেন মারুতির চালক। আর এর খেসারত দিতে হল মারুতিতে থাকা ৬ জন পরিযায়ী শ্রমিককে। শুক্রবার রাতে শ্রমিক স্পেশাল ট্রেনে চড়ে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর স্টেশনে নামেন কয়েকশ পরিযায়ী শ্রমিক।শারীরিক পরীক্ষা করার পর রাতে তাদের স্টেশনেই থাকতে বলা হয়।
শনিবার সকাল থেকে তারা যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। কেশপুর এলাকায় মারুতি ভ্যানের সাথে একটি মালবোঝাই লরির মুখোমুখি সংঘর্ষ হলে মারুতি ভ্যানের মধ্যে থাকা ৬ জন শ্রমিক গুরুতর আহত হন।
শনিবার দুপুরে কেশপুর বাজারের ওপর লরিটি উল্টে যায়। লরির চালককে গ্রেফতার করেছে পুলিশ।
আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর নামে ফেসবুকে অসম্মানজনক পেজ খোলায় গ্রেফতার বাম ছাত্র নেতা
এলাকার মানুষ ঘটনাস্থল থেকে ৬ জনকে উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। আহত শ্রমিকরা হুগলির গোঘাট এলাকার বাসিন্দা বলে জানাযায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584