পুলিশের চোখ এড়িয়ে ডায়মন্ডহারবারে চলত ক্রাইম প্রশিক্ষণ, পাকড়াও ৬

0
59

সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ

ডাকাতি হওয়ার ২৪ ঘন্টা যেতে না যেতেই ডাকাতদলকে ধরে ফেলল ডায়মন্ডহারবার জেলা পুলিশের অন্তর্গত বিষ্ণুপুর থানার পুলিশ সহ ডায়মন্ডহারবার জেলা পুলিশের স্পেশাল টিম।গ্রেফতার করা হয়েছে ৬ জনকে। উদ্ধার হয়েছে ২টি ৭এমএম পিস্তল ও একটি ১এমএম পিস্তল, এছাড়াও ৬টি ওয়াকিটকি, ৭টি মোবাইল ফোন, ফাইটার, কার্তুজ।

Diamond Harbor police | newsfront.co
নিজস্ব চিত্র

দক্ষিণ ২৪ পরগণার ডায়মন্ডহারবার জেলা পুলিশের পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি আজ সাংবাদিক সম্মেলনে জানান যে, “যারা গতকাল আমতলায় মুথূট ফিনকর্পে ডাকাতির উদ্দেশ্যে এসেছিল তাদেরকে ধরে ফেলে বিষ্ণুপুর থানার পুলিশ ও স্পেশাল টিম। তাদেরকে ধরে জিজ্ঞাসাবাদ করার পরে জানা যায় তারা বারুইপুর জেলা পুলিশের অন্তর্গত বাসন্তী থানার বাসিন্দা এবং ক্রাইম এর আগে তারা বিভিন্ন এলাকার ম্যাপ তৈরি করে। পাশাপাশি যে সমস্ত যুবকরা ক্রাইমের সঙ্গে যুক্ত হতে আসে তাদের কে প্রশিক্ষণ দেওয়া।

এছাড়াও তাদের কাছে থাকা মোবাইল ফোন গুলি নিয়ে নেওয়া হয়েছে। ক্রাইম করতে যাওয়ার আগে তাদেরকে দেওয়া হত ওয়াকি টকি, যার মাধ্যমে একে অপরের সঙ্গে কথা বলতে পারে এবং পুলিশ যাতে না টাওয়ার লোকেশন ধরতে পারে সেই জন্যই ওয়াকি টকির ব্যবহার করত।

আরও পড়ুনঃ নির্বাচনের প্রাক্কালে ফাঁসিদেওয়ায় নাকা তল্লাশি

এছাড়াও তারা মূলত এই বাসন্তী সোনাখালি এলাকায় চারটে অফিস করেও সেখানে ক্রাইমের প্রশিক্ষণ দিত। এই চারটি অফিসে তল্লাশি চালিয়ে ডায়মন্ডহারবার জেলা পুলিশের স্পেশাল টিম ১টি ওয়ান এমএম পিস্তল ও ২টি ৭এমএম পিস্তল বাজেয়াপ্ত করে। এছাড়াও তারা বেশ কিছু কার্তুজ উদ্ধার করে। এছাড়াও তাদের কাছে থেকে ছটি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে।”

আরও পড়ুনঃ জলঙ্গীতে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ

যে এলাকায় এরা ক্রাইম করবে বা করত সেই থানা এলাকার ম্যাপ সমস্ত বাজেয়াপ্ত করে ডায়মন্ডহারবার জেলা পুলিশের স্পেশাল টিম।বিষ্ণুপুর থানা এলাকায় নেপালগঞ্জে যে ইউকো ব্যাংক ডাকাতি হয়েছিল তার সঙ্গে এরা যুক্ত ছিল। এছাড়াও গতকাল আমতলার মুথূট ফিনকর্পে ডাকাতি করতে আসে একই দুষ্কৃতীরা।

এই দুষ্কৃতী দলের মেন মাস্টারমাইন্ড হল কুতুব শেখ, যার বাড়ি বারুইপুর জেলা পুলিশের অন্তর্গত বাসন্তী থানার সোনাখালি এলাকায়। আর ডায়মন্ডহারবার জেলা পুলিশের স্পেশালটিম সুজন গায়েন সহ বিষ্ণুপুর থানার পুলিশ আধিকারিক ও ডায়মন্ডহারবার জেলা পুলিশের আধিকারিকেরা এই দলগুলিকে ধরেন। আজ ৬ জনকে আলিপুর আদালতে তোলা হচ্ছে এমনটাই পুলিশ সূত্রে জানা গিয়েছে এবং তাদেরকে পিসি রিমান্ডও চাওয়া হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here