নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
মালদহে পরিযায়ী শ্রমিকদের মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। আরও ৬ জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে। সোমবার রাত সাড়ে এগারোটায় ৫১২ জনের লালারসের নমুনার রিপোর্ট আসে। জানা গেছে, সেগুলির মধ্যে ৬ জনের রিপোর্ট পজিটিভ। স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর, আক্রান্তদের মধ্যে হরিশ্চন্দ্রপুরের একজন পরিযায়ী শ্রমিক রয়েছেন। বাকি ৫ জনও পরিযায়ী শ্রমিক।

সোমবার ৪০০ জন শ্রমিক বাসে মালদহ গৌড়কন্যা বাস টার্মিনাসে পৌঁছোলে তাঁদের লালারসের নমুনা সংগ্রহ করা হয়েছিল। তাঁদের মধ্যে থাকা ওই ৫ জন শ্রমিকের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। আক্রান্তদের সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। এই নিয়ে মালদহে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯।
আরও পড়ুনঃ বিধায়ক নিগ্রহের প্রতিবাদে মুখ্যমন্ত্রী, রাজ্যপালকে চিঠি মনোজের
সূত্রের খবর, সোমবার রাত ন’টা পর্যন্ত যে ৩৪৩টি রিপোর্ট এসেছিল সেগুলির মধ্যে কোনও পজিটিভ রিপোর্ট ছিল না। তবে পরবর্তী এক ঘন্টায় বাকি ১৬৯টি রিপোর্ট এলে দেখা যায়, ৫ টি পজিটিভ রিপোর্ট রয়েছে। আক্রান্তদের চিহ্নিত করে দ্রুত পুরাতন মালদহ কোভিড হাসপাতালে নিয়ে আসছে জেলা প্রশাসন।
এখনও পর্যন্ত যতগুলো করোনা সংক্রমণ ধরা পড়েছে তার সবকটিই পরিযায়ী শ্রমিকদের মধ্যে। তাই ভিনরাজ্য ফেরত শ্রমিকদের হোম কোয়ারান্টিনে না পাঠিয়ে এখন থেকে সরকারি কোয়ারান্টিনে রাখার সিদ্ধান্ত নিয়েছে মালদহ জেলা প্রশাসন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584