সঞ্চারী সাহা, ওয়েব ডেস্কঃ
মধ্যপ্রদেশের বিজাদান্দি পুলিশ থানা এলাকার মানেরি গ্রামে একই পরিবারের ৬ জনকে কুপিয়ে খুন করে দুই আততায়ী৷ শুধু কোপানোই নয়, খুন নিশ্চিত করতে শ্বাসরোধও করা হয়েছে তাদের৷ নিহতদের মধ্যে দুই শিশুও ছিল৷ এই নারকীয় হত্যালীলা চালানোর সময় বাড়ির অন্যান্য সদস্যদের চিৎকারে গ্রামবাসীরা জড়ো হয়ে যায় সেখানে৷ বাড়ি বাইরে থেকে ঘিরে রেখে পুলিশে খবর দেয় তারা৷
তৎক্ষণাৎ সেখানে হাজির হয় বিজাদান্দি থানার পুলিশ৷ পুলিশ সূত্রের খবর, ধারালো কুড়ুল জাতীয় অস্ত্র দিয়ে কোপানো হয়েছে বাড়ির সদস্যদের ৷ আততায়ীদের গ্রেপ্তার করতে গেলে উল্টে পুলিশের ওপর হামলা চালায় তারা৷ তাদের কাছে কুড়ুল, তলোয়ার ও লঙ্কাগুড়ো ছিল৷ অবস্থা নিয়ন্ত্রণে আনতে গুলি চালায় পুলিশ ৷
সেই গুলিতে জখম হয় এক আততায়ী। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়৷ সেই সুযোগে অন্যজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে, গ্রামবাসীরা পিছু নিয়ে তাকে ধরে ফেলে৷ শুরু হয় গণপিটুনি, আর তাতেই তার মৃত্যু হয়৷পুলিশ সূত্রে জানা যায়, আততায়ীরা একই এলাকার বাসিন্দা৷ তাদের নাম হরিশ সোনি ও সন্তোষ সোনি,সম্পর্কে দুই ভাই৷ যাদেরকে খুন করেছে তারা, সম্পর্কে তাদের আত্মীয় হয়৷
আরও পড়ুনঃ নির্দিষ্ট কিছু রুটে আন্তর্জাতিক বিমান চলাচল চালু হল আজ থেকে
গ্রামবাসীরা আরও জানিয়েছে ওই দুই ভাইয়ের বরাবরই মানসিক সমস্যা ছিল৷ কেউ তাদের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় জোড়ে হর্ণ বাজালে বা মোবাইল ফোনে কথা বলতে বলতে গেলে কুড়ুল নিয়ে বহুবার ধাওয়া করতে দেখা গেছে ঐ দুই ভাইকে৷ তবে কি কারণে তারা এত বড় হত্যালীলা ঘটাল তার কারন জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷
আরও পড়ুনঃ কৃষক দম্পতির উপর পুলিশের নির্মম অত্যাচার, ভাইরাল ভিডিও
এই নারকীয় ঘটনার পরিপ্রেক্ষিতে স্বভাবতই রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে চাপানউতোর শুরু করেছে বিরোধীরা৷ মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথ বিজেপি সরকারের সমালোচনা করে বলেছেন রাজ্যবাসীকে সুরক্ষা দিতেও ব্যর্থ এই সরকার৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584