সুদীপ পাল, পূর্ব বর্ধমানঃ
পুরনো শত্রুতার জেরে প্রতিবেশীকে খুন করেছিলেন অভিযুক্ত শেখ রাজু। প্রসঙ্গত, গলসির বড়মুড়িয়া গ্রামের শেখ আসফারকে খুনের ঘটনায় শেখ রাজুকে গ্রেফতার করে পুলিশ।এ ঘটনায় পুলিশের কাছে জবানবন্দিতে অপরাধী খুনের কথা স্বীকার নেয়। এ ঘটনায় প্রতিশোধ নিতেই খুন করা হয়েছে বলে দাবি পুলিশের।
জানা যায়, গত বুধবার বোনের বাড়ি থেকে ফেরার পথে খুন হন পেশায় রাজমিস্ত্রি আসফার। পরিবারের অভিযোগের ভিত্তিতে উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে রাজুকে গ্রেফতার করে পুলিশ। জেরায় খুনের কথা কবুল করেছে রাজু।
আরও পড়ুনঃ স্বামীকে খুন করে সিঁড়ির নিচে পুঁতে রাখল স্ত্রী
জেরায় জানিয়েছে, মাস ছয়েক আগে একটি ছাগলকে মেরে ফেলা নিয়ে আসফারের সাথে তার বিবাদ বাঁধে। কথা কাটাকাটি হয় আসফারের আত্মীয়দের সাথে। এমনকি রাজুকে তারা মারধর করেন বলে অভিযোগ।
সেই প্রতিশোধ নিতেই অবশেষে কুলগড়িয়া সার্ভিস রোড থেকে আসফার বাড়ি ফিরবেন অনুমান করে ধারালো অস্ত্র নিয়ে আগে থেকেই কুলগড়িয়া বাজারের কাছে বসেছিল অভিযুক্ত। আসফারকে একা পেয়ে কোন কথা না বলে অস্ত্র দিয়ে প্রথমে তাঁর মুখে আঘাত করে।
আঘাত করা মাত্রই সাইকেল থেকে আসফার পড়ে যায়। পড়ে যেতেই এলোপাথারি কোপানো শুরু করে রাজু। এমনকি মৃত্যু নিশ্চিত করতে দুই হাতের শিরা কেটে দেওয়া হয়। তারপর গলায় ব্লেড দিয়ে কাটা হয় বলে পুলিশের দাবি।
খুনের পরে প্রমাণ লোপাটের জন্য দুর্গাপুর এক্সপ্রেসওয়ের পাশের নর্দমাতে দেহ ফেলার চেষ্টা করে রাজু।
ঘটনায় ধৃতকে চারদিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন বর্ধমান আদালতের ভারপ্রাপ্ত সিজিএম সোমনাথ দাস।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584