নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর থানার মাজুরিয়া গ্রামে ২০১৭ সালের ৫ সেপ্টেম্বর শেখ লোকমান আলী নামে এক ব্যক্তি মারা যায়। সেই সময় তার পরিবারের লোকেরা কেশপুর থানায় অভিযোগ দায়ের করেছিল যে শেখ লোকমান আলী খুন করা হয়েছে।
সেই সঙ্গে তার পরিবারের লোকেরা আদালতের দ্বারস্থ হয়েছিলেন। আদালতের নির্দেশে মঙ্গলবার মাজুরিয়া এলাকায় স্থানীয় কবরস্থানে যেখানে লোকমান আলীকে কবর দেওয়া হয়েছিল সেখানে যায় পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। আদালতের নির্দেশে ফরেন্সিক তদন্তের জন্য মঙ্গলবার কবর থেকে তোলা হয় শেখ লোকমান আলীর হাড়গোড়।
আরও পড়ুনঃ দীঘায় মৃত কচ্ছপ উদ্ধার
সেই হাড়গোড়গুলি তদন্ত করে জানা যাবে তাকে খুন করা হয়েছিল, না তার স্বাভাবিক মৃত্যু হয়েছিল। প্রায় আড়াই বছর পর ফরেন্সিক তদন্তের জন্য কবর থেকে শেখ লোকমান আলীর কঙ্কাল উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
বিশাল পুলিশ প্রহরায় মঙ্গলবার সকালে কবর থেকে তার কঙ্কাল- উদ্ধার করে তদন্তের জন্য পাঠানো হয়। তার পরিবারের আশা এবার তারা সঠিক বিচার পাবেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584