স্মার্ট ড্রাইভিং লাইসেন্সের সূচনা

0
1196

কার্ত্তিক গুহ,পশ্চিম মেদিনীপুরঃ

smart driving license introduction
নিজস্ব চিত্র

আজ থেকে জেলায় চালু হলো পরিবহণ দপ্তরের উদ্যোগে স্মার্ট কার্ড।জেলার সমস্ত ড্রাইভিং লাইসেন্স হোল্ডারদের এবার থেকে কাগজের যে কার্ড এত দিন চলত তার পরিবর্তে এবার দেয়া হচ্ছে পিভিসি স্মার্ট কার্ড। আজ আনুষ্ঠানিকভাবে এই পিভিসি বা স্মার্ট কার্ড এর উদ্বোধন করলেন পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক পি মোহন গান্ধী, উপস্থিত ছিলেন এম ভি আই দপ্তরের আধিকারিকরা। আজকে ৭ জনের হাতে এই স্মার্ট কার্ড তুলে দেওয়া হয় জেলাশাসক এর মাধ্যমে। আগামী দিনে জেলার সমস্ত ড্রাইভিং লাইসেন্স হোল্ডার কারীদের এভাবে এক এক করে স্মার্ট কার্ড তুলে দেয়া হবে। এই ধরনের ডিজিটাল কার্ড বা স্মার্ট কার্ড বা পিভিসি কার্ড পেয়ে যথেষ্ট খুশি গ্রাহকরা কারণ এতোদিন পর্যন্ত কাগজের কার্ড নিয়ে তাদেরকে গাড়িতে বহন করতে সমস্যা হত। স্মার্ট কার্ড থাকলে তাদের পক্ষে বহন করা অনেকটাই সুবিধা বলে তারা মনে করছেন।

smart driving license introduction
নিজস্ব চিত্র

আরও পড়ুন: ঝাড়গ্রামে চুয়াল্লিশটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অনুমোদন 

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here