পাচারের আগে উদ্ধার ০৪ কেজি গাঁজা, ২১৯ বোতল ফেনসিডিল

0
57

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

আন্তর্জাতিক সীমান্তে ভারত থেকে বাংলাদেশে পাচার করার আগে ০৪ কেজি গাঁজা এবং ২১৯ বোতল ফেনসিডিল উদ্ধার করল বিএসএফ।

Ganja rescue | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ নিম্নমানের খাবার, প্রতিবাদে পথ অবরোধ করোনা রোগীদের

গতকাল রাত প্রায় ১০.১৫ নাগাদ সি.সি. ফোর্সের গোয়েন্দা বিভাগের কাছ থেকে তথ্য পেয়ে সীমা চৌকি নরসারিপাড়ার ডাক কমান্ডার এসিপি পার্টি ও ক্যাম্প গার্ডকে অতিরিক্ত নজরদারি সহ দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়।

গত রাতে সীমান্ত ফাঁড়ির নরসারিপাড়া এলাকায় এসিপি ডিউটিতে থাকা দলটি আন্তর্জাতিক সীমান্তের প্রায় ১৫০০ মিটার পিছনে এবং আধিপত্য লাইন থেকে প্রায় ৫০ মিটার দূরে কলা বাগানে কিছু লোকের চলাচল করতে দেখে এসিপি পার্টি তাদের থামাতে যায়।

আরও পড়ুনঃ করোনা সন্দেহে প্রতিবেশীদের হেনস্থার শিকার বিমানসেবিকা

ওই লোকদের মাথায় কিছু সামগ্রী দেখে সন্দেহ হওয়ায়, তারা তাদের থামানোর জন্য উচ্চস্বরে আওয়াজ দেয়। শব্দ শুনে তারা অন্ধকারে কলাগাছ, এবং বনের ঝোপে সামগ্রী ফেলে সীমান্তের নিকটবর্তী ভারতের চামনা গ্রামের দিকে পালাতে সক্ষম হয়।

এই ঘটনার তথ্য পোস্ট কমান্ডারকে জানানো হলে, পোস্ট কমান্ডার অতিরিক্ত ফোর্স নিয়ে ওই যায়গায় উপস্থিত হয় এবং পুরো এলাকা খতিয়ে দেখে। এসময় বিএসএফ বাহিনী ঘটনাস্থল থেকে ০৪ কেজি গাঁজা এবং ২১৯ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

আটক করা গাঁজা ও ফেনসিডিল নদিয়ার হুগলবাড়িয়া থানায় জমা দেওয়া হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here