নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
নাগপঞ্চমীর সকালেই মেদিনীপুর শহরে উদ্ধার হল গোখরো। শুক্রবার সাত সকালে সাপের আতঙ্ক ছড়িয়ে পড়ে মেদিনীপুর অগ্নি নির্বাপন কেন্দ্রের সিপাই বাজারের অফিসে। এদিন সকালে হঠাৎ করেই একটি গোখরো সাপ ঢুকে পড়ে অফিসের মধ্যে।
কর্মচারীরা সাপটিকে দেখে প্রাথমিক ভাবে আতঙ্কিত হয়ে পড়েন। কিন্তু তারা সাপটিকে মেরে না ফেলে অফিসের ঘর থেকে বাইরে বের করে দেন। সাপটি বাইরে বেরিয়ে এলেও, বাইরে থাকা সিমেন্টের স্ল্যাব ঢাকা দেওয়া বন্ধ ড্রেনের মধ্যে ঢুকে পড়ে।
আরও পড়ুনঃ নেপালে ভূমিধসে নিহত ১২, নিখোঁজ ১৯
এর পর খবর পৌঁছায় মেদিনীপুরের সাপ উদ্ধারকারী যুবক দেবরাজ চক্রবর্তীর কাছে। তিনি এবং তার সঙ্গী অরিন্দম দাস এসে সাপটিকে উদ্ধার করেন। এরপর সাপটিকে বন দফতরের নির্দেশ অনুযায়ী গভীর জঙ্গলে নিয়ে গিয়ে ছেড়ে দেন দেবরাজ বাবুরা।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584