সুদীপ পাল,বর্ধমানঃ
যিনি প্রতিষ্ঠা করেছিলেন তিনি অনেককাল আগেই গত হয়েছেন। নেই অতীত ঐতহ্যের গরিমা। ক্রমেই জীর্ণ থেকে জীর্ণতর হচ্ছে ভবন। তাতে আশ্রয় নিচ্ছে বিভিন্ন প্রকারের সরিসৃপ প্রাণী। বর্তমানে এই ভবনে যাঁদের নিত্য যাতায়াত তাঁরাও ভয় পাচ্ছেন ক্ষয়িষ্ণু বাড়িটির অবস্থা দেখে। এই ভবন থেকেই ফের আতঙ্ক ছড়াল সাপের। ভবনটি হল বর্ধমানের নতুনগঞ্জের বিজয় চতুষ্পাঠী।
শিক্ষার গুরুত্ব বুঝে শিক্ষা প্রসারের উদ্দ্যেশ্যে ছড়াল। বর্ধমানের মহারাজা বিজয়চাঁদ মহতাব স্কুলটি প্রতিষ্ঠা করেছিলেন। তারপর আর সংস্কার করা হয়নি ফলত ক্রমশই স্পষ্ট হচ্ছে ভবনের বেহাল দশা। স্কুলের ভগ্নদশার কারণে প্রায়ই সাপের উপদ্রব হয় বলে জানান স্কুলের শিক্ষকরা। একাধিকবার সাপ দেখা গেলেও প্রশাসনকে জানানোর পরেও কোন পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ। বারবার সাপ বেরোচ্ছে দেখে শিক্ষক থেকে ছাত্র সবাই আতঙ্কে ভুগছেন। শিক্ষক মহাশয়দের বক্তব্য, যদি ভবনের সংস্কার না করা হয় তবে ঘটতে পারে প্রাণহানি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584