আন্তর্জাতিক কত্থকনৃত্যে মগরার স্নেহা প্রথম

0
179

শ্যামল রায়,বর্ধমানঃ

ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি নাচ যার ধ্যান-জ্ঞান সেই মগরার বাসিন্দা স্নেহা ভট্টাচার্য আন্তর্জাতিক স্তরে কত্থক নৃত্য প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে রবিবার বাড়ি ফিরে এলো।
এলাকার মানুষ ভীষণ খুশি ফুলের স্তবক মিষ্টি মুখ করে তাকে অভ্যর্থনা জানালো।
স্নেহা পড়াশোনার পাশাপাশি নাচকে নিজের হৃদয়ের অঙ্গের সঙ্গে সরাসরি যুক্ত রেখে জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছে আজও মগরার ছোট মেয়েটি।

নিজস্ব চিত্র

কয়েকদিন আগেই ইন্টারন্যাশনাল কত্থক নৃত্য প্রতিযোগিতায় পাড়ি দিয়েছিল মুম্বাই শহরে।
স্নেহার বাবা সুব্রত ভট্টাচার্য রবিবার জানিয়েছেন যে কত্থক নৃত্যে মেয়ে যথেষ্ট পারদর্শী। ইন্টারন্যাশনাল কত্থক নৃত্য প্রতিযোগিতায় ছয়টি দেশের প্রতিযোগী অংশগ্রহণ করেছিল। সবাইকে পিছনে ফেলে সেরা আজ প্রথম স্থান অধিকার করেছে আন্তর্জাতিক স্তরে। বাবা হিসাবে তিনি ভীষণ ভীষণ খুশি। তবে ভবিষ্যতে আরো অনেকটা পথ হাঁটতে হবে কারণ স্নেহার নাচ যেন বিশ্বের এপ্রান্ত থেকে ওপ্রান্তে ছড়িয়ে পড়ুক এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা জানাচ্ছেন মা ইন্দ্রাণী ভট্টাচার্য এবং বাবা সুব্রত ভট্টাচার্য।
জানা গিয়েছে যে সে স্নেহার পরিবারের সকলেই সাংস্কৃতি সম্পূর্ণ ব্যক্তিত্ব এবং বাবা সুব্রত ভট্টাচার্য।
জানা গিয়েছে যে সে স্নেহার পরিবারের সকলেই সাংস্কৃতি সম্পূর্ণ ব্যক্তিত্ব এবং শিল্পী। বাবা কবি। কবিতা লিখে বাংলায় সাড়া ফেলে দিয়েছেন ইতিমধ্যে। তার দাদু ও ভীষণভাবে একজন সাংস্কৃতিক সম্পূর্ণ ব্যক্তিত্ব। দাদা সায়ন্তন ভট্টাচার্য মৎস্য নিয়ে গবেষণা করে যাচ্ছে। তাই স্নেহার আন্তর্জাতিক স্তরে কত্থক নৃত্য প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করায় এলাকার মানুষ যেমন খুশি, খুশি তার আত্মীয়স্বজন এবং মা বাবা দাদা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here