নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ
করোনা আবহে ইন হাউস ব্লাড ডোনেশন ক্যাম্প হল ঝাড়গ্রামে। আয়োজন করল মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। ১০৮ ইউনিট রক্তদান করল এই সংস্থা।
গ্রীষ্মকালীন রক্তের সংকট মেটাতে মেদিনীপুর কুইজ কেন্দ্রের উদ্যোগে ধারাবাহিক ভাবে চলছে “ইন হাউস ব্লাড ডোনেশন ক্যাম্প”। ইতিমধ্যেই মেদিনীপুর, হলদিয়া, তমলুক(২ বার) কাঁথি, পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্কে হয়েছিল ব্লাড ডোনেশন ক্যাম্প। এই কর্মসূচির অঙ্গ হিসেবে শনিবার ঝাড়গ্রামে হয়ে গেল “ইন হাউস ব্লাড ডোনেশন ক্যাম্প”। এটি সংগঠনের উদ্যোগে এই ধরনের সপ্তম শিবির। এদিনের শিবিরে একজন মহিলা সহ মোট ১১ জন রক্তদান করেন।
আরও পড়ুনঃ কেন্দ্রের নির্দেশ অমান্য, চূড়ান্ত টার্মের পরীক্ষা বাতিল দিল্লিতে
এদিন সমস্ত রক্তদাতাদের হাতে একটি করে পেয়ারা গাছের চারা তুলে দেওয়া হয়। এদিনের শিবিরে রক্তদান করেন ঝাড়গ্রামের বাসিন্দা গৃহবধূ নন্দিতা দন্ডপাট ও তাঁর ছেলে ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র অর্ণব দন্ডপাট।
এছাড়াও শিবিরে রক্তদান করেন বন্যপ্রাণ প্রেমী তুহিনশুভ্র পান্ডা, নৃত্যশিল্পী শুভদীপ রাউত, শিক্ষক প্রশান্ত বালা, পলিটেকনিক ছাত্র দীপঙ্কর দাস, মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ সাগর প্রধান, ক্রিকেট প্রশিক্ষক বিশ্বনীল দত্ত, ব্যবসায়ী আশিস শ্যামল, কুইজ কেন্দ্রের দুই সদস্য শিক্ষক সুদীপ কুমার খাঁড়া, কুইজ মাস্টার বিশ্বজিৎ কর্মকার প্রমুখ।
রক্তদাতাদের উৎসাহিত করতে শিবিরে উপস্থিত ছিলেন কুইজ কেন্দ্রের পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক সুভাষ জানা, অরিন্দম দাস, নরসিংহ দাস, মৃন্ময়ী খাঁড়া, দীপঙ্কর মাহাতো প্রমুখ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584