শান্তি সম্প্রীতির বার্তা নিয়ে হিলফুল ফজুল-এর শীত বস্ত্র প্রদান

0
106

উমার ফারুক,নিউজ ফ্রন্ট,মালদা,২ডিসেম্বরঃ

স্বেচ্ছাসেবী সংস্থা হিলফুল ফজুল এর উদ্যোগে এদিন শেষ নবী হজরত মোহাম্মাদের জন্মদিবস উপলক্ষে এক আলোচনা চক্র ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি মালদার আলীনগর অঞ্চলের নবীনগর বাজারে অনুষ্ঠিত হয়।সভায় সীরাতে রাসূলের উপর এক মনোজ্ঞ আলোচনা করা হয়।হজরত মোহাম্মাদের জীবনের আদর্শ প্রত্যেক মানুষের জন্য অনুসরণীয় বলে অভিমত ব্যক্ত করেন আলোচকগণ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী আফ্রেজুল হক, শিক্ষক
আনিশুর রহমান, আজিজুর রহমান, মৌলানা ইলিয়াস প্রমুখ।সংস্থার সভাপতি আনিশুর রহমান বলেন-‘আমাদের নবী হজরত মোহাম্মাদ (সাঃ)একজন আদর্শ মানুষ,মানবতার কল্যাণে তিনি সদা তৎপর ছিলেন।তিনি একজন মানব শিক্ষাগুরু, তাঁর আদর্শে আমাদের চলতে হবে এবং সমস্ত ঔদ্ধত্য বর্জন করে একমাত্র আল্লাহর দাসত্ব করতে হবে।এই দিনটিতে শান্তি সম্প্রীতির বার্তা দিতেই আজকে আমাদের সংস্থার এই ক্ষুদ্র প্রয়াস।’

আলোচনা সভার শেষে প্রায় ১২০ জন দুঃস্থ মানুষকে শীতবস্ত্র প্রদান করা হয়।সংস্থার কর্নধার ডাঃ হাজেরুল ইবকার বলেন শুধু শীতবস্ত্রই নয়, সারা বছর ধরেই আমরা দুঃস্থ অসহায় মানুষের জন্য কাজ করে চলেছি।অসহায় মানুষের জন্য চিকিৎসা পরিষেবা,দুঃস্থ মেধাবী ছাত্র দের বৃত্তি,আবার কখনো এতিম দের বিবাহদান ইত্যাদি মানবকল্যাণ মুলক নানা কাজ আমরা করে থাকি।এছাড়াও দীর্ঘ ১০ বছর ধরে নিয়মিত রক্তদান শিবির ও থ্যালাসেমিয়া রুগীদের বিভিন্ন পরিষেবা প্রদান করা হয় সংস্থার পক্ষে।এলাকার লোকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।এলাকার বাসিন্দারা সংস্থার এই মহৎ উদ্যোগ কে স্বাগত জানিয়েছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here