ডক্টরেট উপাধি পেলেন বহরমপুরের বিশিষ্ট সমাজসেবী মোহনলাল রশিদ

0
128

সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ

মুর্শিদাবাদ জেলা তথা বহরমপুরের বিশিষ্ট সমাজসেবী মোহনলাল রশিদ সম্মানিত হলেন doctor of philosophy উপাধিতে। বহরমপুরের বাসিন্দা মোহনলাল রশিদ। এই উপাধি পাওয়ার পর খুশির হাওয়া মুর্শিদাবাদ জেলা তথা শহর বহরমপুর জুড়ে।

Mohanlal Rashid
মোহনলাল রশিদ। নিজস্ব চিত্র

জানা যাচ্ছে, তিনি মূলত সমাজসেবার জন্য এই উপাধি পেলেন। উক্ত অনুষ্ঠানটি দিল্লিতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অতিমারীর উর্ধমুখী সংক্রমণের কারণে গাজিয়াবাদের the monarch indirapuram habitat centre -এ অনুষ্ঠিত হয়েছে বলে জানা গিয়েছে। বিশেষ ভাবে উল্লেখ্য, করোনার প্রকোপে সর্বত্র যখন লকডাউন শুরু হয়, সেই সময় তিনি নিঃস্বার্থ ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেন অসহায় মানুষদের দিকে। দিনের পর দিন মুর্শিদাবাদ মেডিকেল কলেজে রোগীর পরিজনদের কাছে পৌঁছে দেন খাবার। এছাড়াও প্রত্যেক সপ্তাহের শুক্রবার বহরমপুরে অসহায়দের খাদ্য সামগ্রী বিতরণ করা হয় তারই নির্দেশে।

আরও পড়ুনঃ মুর্শিদাবাদের প্রথম সারির করোনা যোদ্ধাদের বুস্টার ডোজ

শুধু তাই নয়, অসুস্থদের কাছে খাদ্য সহ প্রয়োজনীয় ওষুধ থেকে শুরু করে পরিবেশ রক্ষার্থে বিভিন্ন ভূমিকা পালন করতে দেখা গেছে তাঁকে। কাজেই এই বিশেষ উপাধি অর্জন করে শুধু বহরমপুরই নয়, তিনি গর্বিত করেছেন সমগ্র জেলাবাসীকে।

আরও পড়ুনঃ অভিনব উদ্যোগ, কম্বল দিয়ে অসহায় ভবঘুরেদের পাশে লালগোলার রক্তযোদ্ধা

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here