নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
মালদহ জেলাজুড়ে যেভাবে করোনা সংক্রমণের হার বেড়ে চলেছে, তাত উদ্বিগ্ন সকলেই। করোনা ভাইরাসকে প্রতিহত করতে এগিয়ে এসেছেন সমাজসেবী থেকে ব্যবসায়ী প্রত্যেকেই।
সোমবার মালদহ জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার স্থানীয় সমাজসেবী বিনোদ গুপ্তা হরিশ্চন্দ্রপুর গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রের দশ জন অ্যাম্বুলেন্স চালককে পিপিই কিট প্রদান করলেন। সঙ্গে স্যানিটাইজার ও মাস্ক দিলেন। এ প্রসঙ্গে বিনোদ বাবু জানান, “করোনা মহামারী যুদ্ধে স্থানীয় অ্যাম্বুলেন্স চালকরা সামনে থেকে লড়াই করছেন, এদের জন্য সামান্য সুরক্ষা সরঞ্জামের ব্যবস্থা করা এটা আমাদের কর্তব্য, তাই আমি আজ ড্রাইভার ভাইদের হাতে এই সুরক্ষার সরঞ্জাম তুলে দিলাম।”
আরও পড়ুনঃ করোনা সংক্রমণ প্রতিরোধের সামগ্রী দেওয়া হল পুলিশ কর্মীদের
এ বিষয়ে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে বিএমওএইচ অমল কৃষ্ণ মন্ডল জানান, “স্থানীয় তুলসিহাটার ব্যবসায়ী তথা সমাজসেবী বিনোদ গুপ্তা এই হাসপাতালের সমস্ত অ্যাম্বুলেন্স চালকদের হাতে সুরক্ষার সরঞ্জাম তুলে দিলেন।
এটা খুবই ভালো উদ্যোগ। তার এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই।” সবাইকে এগিয়ে এসে কোভিড ভাইরাসের বিরুদ্ধে সচেতনতার সঙ্গে লড়াই করতে হবে বলে তিনি জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584