‘আলো ছায়া’-তে সোমা ব্যানার্জির আগমন

0
367

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

‘কণক কাঁকন’ শেষ হওয়ার পর বেশ কিছুদিনের ব্রেক কাটিয়ে টেলিপর্দার ব্যস্ততায় ফিরলেন সোমা ব্যানার্জি।লকডাউনের কারণে এতদিন শুটিঙের পথে পা বাড়াননি তিনি। করোনা ভয়ে ভীত হইনি এমন ‘আমরা’ কমই আছি। পরিচ্ছন্নতা আর সাবধানতা নিয়ে একটু চিন্তিত ছিলেন অভিনেত্রী। তাই নিজেকে সাবধানে রাখতেন সুস্থতার কামনায়।

Soma Banerjee | newsfront.co

কিন্তু কেজো মানুষ, কদিন নিজেকে রাখবেন গৃহবন্দি? বাংলা টেলিভিশনের সুপারস্টার তিনি। ‘আলো ছায়া’ ধারাবাহিকে শশীকলা চরিত্রে ধরা দেবেন এককালের পরী, হিরা আম্মা। নিজেই জানিয়েছিলেন নিউজ ফ্রন্ট-কে যে, খুব তাড়াতাড়িই আসছি একটা চরিত্রে।

আরও পড়ুনঃ এক্সক্লুসিভ ইন্টারভিউঃ পঁচিশ বছর আগে ‘নেপোটিজম’ শব্দটা জানলে অনেক কথা বলার ছিলঃ সোমা ব্যানার্জি

তবে, লুক সেট হওয়ার আগে নিজের চরিত্র এবং কোন ধারাবাহিকে তিনি ফিরছেন তা জানাতে চাননি। তবে, জানিয়েছিলেন সুশান্ত দাস ও তাঁর প্রযোজনা সংস্থা ‘টেন্ট’-এর হাত ধরে আসবেন তিনি৷

টেলিভিশনে টেন্ট-এর সাম্রাজ্য যে হারে বিস্তৃত তাতে কোন ধারাবাহিকে তিনি আসতে পারেন বোঝা যাচ্ছিল না। উত্তর দিলেন নিজেই সোশ্যাল মিডিয়ার পাতায়। ছবিও দিলেন শশীকলা লুকের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here