মনিরুল হক,কোচবিহারঃ
বাবা নেই,মা ক্ষেত মজুরের কাজ করেন।নিজে সেলাইয়ের কাজ করে এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় কলা বিভাগে ৪৪২ নম্বর পেয়ে পাশ করেছে।মাথাভাঙ্গা ১ নম্বর ব্লকের গোপালপুর দলোনাথ উচ্চবিদ্যালয় থেকে প্রথম বিভাগে উত্তীর্ণ ওই ছাত্রীর নাম সোমা বর্মণ।আর্থিক সঙ্কটে ভালো করে প্রস্তুতি নিতে পারেনি সে।তার কথায়, আর একটু প্রস্তুতি নিতে পারলে রেজাল্ট আরও ভালো হত।
সোমার এই সাফল্যে গর্বিত স্কুল শিক্ষক থেকে পরিবারের সদস্যরা।ভবিষ্যতে সোমা ইতিহাস নিয়ে পড়তে চায়।উচ্চশিক্ষায় তাঁর বাধা অর্থ। সোমার মা কল্পনা বর্মন জানিয়েছেন,সোমার বাবা লক্ষীনারায়ণ বর্মন বছর ছয়েক আগে মারা গিয়েছেন। তারপর থেকে সংসারের দায়িত্ব নিজের হাতে তুলে নিয়েছেন তিনি।সোমা ছাড়াও আরও এক ছেলে রয়েছে তাঁর।কৃষিজমিতে কাজ করে ২ বেলা খাবার তুলে দেন সন্তানদের। দুজনের পড়াশুনার খরচ চলে সেখান থেকে।
আরও পড়ুনঃ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে জেলার সফল কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠান
কল্পনা দেবীর কথায়, “বাড়ির কাছে স্কুল ছিল। যাতায়াতের ভাড়া লাগে নি।বাকি খরচ সোমা নিজেই সেলাইয়ের কাজ করে করেছে।কিন্তু এখন কি হবে?কেউ সহযোগিতার হাত বাড়িয়ে না দিলে ওর লেখা পড়া এগিয়ে নিয়ে যাওয়া খুব কঠিন হয়ে পড়বে।” সহৃদয় কোনো ব্যক্তি বা সংস্থার সাহায্যের আশায় রয়েছেন সোমা ও তার পরিবার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584