বুর্জ খলিফার আলো বন্ধ করার পরও কলকাতার রাস্তায় জনস্রোত, ভিড় এড়াতে বাতিল কিছু বিশেষ ট্রেন

0
60

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

কলকাতায় বুর্জ খলিফা দেখতে দূরদূরান্ত থেকে দর্শনার্থীরা ভিড় জমাচ্ছেন লেকটাউনের শ্রীভূমির পুজোয়। যার জেরে রাস্তায় নেমেছে মানুষের ঢল। এবছর পুজোয় শহরের রাস্তায় মানুষের মাথা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। যদিও বিমান চালকদের সমস্যার জন্য অষ্টমীর রাতেই বুর্জ খলিফার আকর্ষক আলো বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে, মণ্ডপেও দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ। তবুও শ্রীভূমির পুজোয় যে জনস্রোত দেখা গিয়েছে, তা মোকাবিলা করতে এবার বেশ কিছু বিশেষ ট্রেন বাতিল করতে হল।

Train cancel

প্রবল ভিড় ঠেকাতে নবমীর বিকেল ৪টের পর থেকে দশমীর ভোর ৪টে পর্যন্ত ডাউন লাইনে শিয়ালদহমুখী শহরতলির কোনও বিশেষ ট্রেনই রেলের নির্দেশ অনুযায়ী বিধাননগর স্টেশনে থামেনি। শ্রীভূমির পুজোয় দূরদূরান্ত থেকে দর্শনার্থীদের আনাগোনা ঠেকানোর জন্য শিয়ালদহ শাখায় বাতিল করা হয়েছে কিছে বিশেষ ট্রেন। শিয়ালদহ শাখায় যে-সব বিশেষ ট্রেন বাতিল করা হয়েছে, তার মধ্যে আছে এক জোড়া শিয়ালদহ-রানাঘাট, এক জোড়া শিয়ালদহ-নৈহাটি, এক জোড়া শিয়ালদহ-বনগাঁ, এক জোড়া শিয়ালদহ-ডানকুনি এবং দু’‌জোড়া শিয়ালদহ-বারুইপাড়া ট্রেন।

আরও পড়ুনঃ কয়লা বাবদ অর্থ মেটাতে রাজ্যকে চিঠি কেন্দ্রের, কয়লা সংকট মানতে নারাজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী

একই ভাবে হাওড়া ডিভিশনে মেন শাখাতেও বাতিল করা হয়েছো বেশ কিছু বিশেষ ট্রেন। তার মধ্যে রয়েছে দু’‌জোড়া হাওড়া-বর্ধমান ট্রেন, হাওড়া-বর্ধমান কর্ড শাখার দু’‌জোড়া ট্রেন, এছাড়াও হাওড়া-ব্যান্ডেল শাখায় তিন জোড়া ট্রেন এবং তারকেশ্বর-শেওড়াফুলি শাখায় এক জোড়া ট্রেন বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে। রেল সূত্রের খবর, ভিড় এড়াতেই এই উদ্যোগ। দশমীর পরে এই বাতিল হওয়া ট্রেনগুলি ফের চালু করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here