ঋত্বিককে নয়, ছোট করলেন সৌমিত্র বাঙালীর অপুকে

    0
    411

    শুভময় সেন

    “যারে তুমি নীচে ফেল সে তোমারে বাঁধিবে যে নীচে
    পশ্চাতে রেখেছ যারে সে তোমারে পশ্চাতে টানিছে।”

    সৌমিত্র চট্টোপাধ্যায় নাম বলবার সাথে সাথে যে মুখ ভেসে উঠবে আপামর বাঙালীর চোখে তা হলো অপুর।সেই সৌমিত্র চট্টোপাধ্যায় যিনি আজ দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত। সেই সৌমিত্র চট্টোপাধ্যায় যিনি আজও কবিতা লিখবার সাথে সাথে সমান ভাবে নাটক ও চলচ্চিত্রে পাশাপাশি অভিনয় করে চলেছেন। আদতেই আজকের সেরা বাঙালি।আপনার সৌভাগ্য হয়েছে বিশ্ববরেণ্য চিত্রপরিচালক সত্যজিত রায়-এর ছবিতে কাজ করবার।পাশাপাশি মৃণাল সেন, তপন সিংহ এদের ছবির নায়ক আমবাঙালির অপু আপনি আমাদের পদ্মভূষণ।কিন্তু সবগুলোই অভিনেতা হিসেবে। এই পর্যন্ত সৌমিত্র অভিনীত সর্বমোট ছবির সংখ্যা কত? প্রায় তিনশ।এখনো কাজ করবেন। লিখবেন। ইতিমধ্যে প্রকাশিত হয়েছে দুই খন্ডে আপনার কবিতা সমগ্র।এছাড়াও নাটক সমগ্র। সেই আপনি সৌমিত্র বাবু কি লিখলেন আপনার অগ্রজ একজন চিত্রপরিচালক সম্পর্কে?

    যিনি মাত্র সাতটি ছবি পরিচালনা করে আজ সিনেমাপ্রেমীদের চোখে বরেণ্য। তিনি ‘নাগরিক’ ঋত্বিক ঘটক। তাঁকে ব্যক্তিগতভাবে আপনার ভালো নাই লাগতে পারে। তাই বলে প্রকাশ্যে আপনি পদ্মশ্রী ঋত্বিককে ‘প্রডিসারের দালাল’ বলবেন? বলবেন “..আরও মারতাম”? সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন আপনার কথামতো মৃণাল সেন। তিনি এখনো মুখ খোলেননি।হয়ত লেখাটা পড়ে উঠতে পারেননি।কিন্তু আপনি তো সুচতুরভাবে নিজের ঢাক পেটাতে গিয়ে ঋত্বিককে দালাল বলবার সুযোগ নিলেন সুরমা ঘটকের প্রয়াণের ঠিক পরেই। কেন এত কম সাহস আপনার? সে কি ঐ হুনুমান যন্ত্রের বিজ্ঞাপনের কুফল? না কি আপনার বুড়ো বয়সের ভীমরতি? হয় আপনাকে আপনার কথামতো “স্টার” অভিনেতাকে তাঁর কোন ছবিতে ঋত্বিক মনে করেন নি আপনি কোন চরিত্র হতে পারেন।কিংবা আপনি তাঁর ছবিতে অভিনয় করতে চান নি। সেটার সম্ভাবনা নেই বললেই চলে।সেই অপারগতাই কি ঢেকে দিতে চাইলেন এইরকম কাদা ছুঁড়ে।না কি ঋত্বিকের বলে যাওয়া সেই কথাগুলি আজ আপনার চরিত্রের সাথে অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে বলে আজ তা অস্বীকার করতেই আপনার এই বাগাড়ম্বর? সবকিছু পেয়ে ও আরো অনেক কিছু  (এক্ষেত্রে ঋত্বিক পরিচালিত কোন ছবি পড়ুন) না পাওয়ার ক্ষোভে, হতাশায় বরেণ্য শিল্পীকে মাটিতে নামাতে গিয়ে আপনিই তো আজ ভূলুন্ঠিত।আপনি কায়দা করে মদ্যপ ঋত্বিককে সামনে এনেছেন। আর আপনি? সৌমিত্র বাবু আজ রাজ্যের মহাদুর্দিনে ঋত্বিককে করা  আপনার অপমানের জন্য প্রতিবাদের ঢেউ টের পেলেন না। ইতিউতি উত্তেজনাও কিন্তু কম হচ্ছে না। সেই ছোট ছোট ফুলকিকে কিন্তু কম শক্তিশালী ভেবে ফেললে আপনি মুর্খের স্বর্গে বাস করছেন।অবিনশ্বর কেউ নয় এই পৃথিবীতে। আপনি তো রবীন্দ্রনাথকে পড়েছেন। ভুলে গিয়েছেন ভারতবর্ষকে মনে করে লেখা তাঁর কবিতার  ওপরের লাইনদুটো -আপনার ক্ষেত্রেও প্রযোজ্য হবে নয় কি বাঙালীর অপু?

    নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
    WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
    আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here