শান্তিপুরে শ্বশুরকে প্রকাশ্যে খুন! জামাইয়ের বাড়িতে আগুন ধরাল ক্ষুব্ধ জনতা

0
94

নিজস্ব সংবাদদাতা, নদীয়াঃ

প্রকাশ্যে মেসো শ্বশুরকে ছুরি মেরে খুন। নদিয়ার শান্তিপুরের ঘটনা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। খুনের ঘটনা জানাজানি হতেই অভিযুক্ত জামাইয়ের বাড়িতে আগুন ধরিয়ে দিল উত্তপ্ত জনতা। তবে ‘গুণধর’ জামাই ততক্ষণে পলাতক।

father in law dead | newsfront.co
প্রতীকী চিত্র

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জামাইয়ের বিবাহবহির্ভূত সম্পর্কের কথা জানতে পেরে, তার প্রতিবাদ করার জেরেই খুন হতে হল ওই ব্যক্তিকে। আরও জানা গিয়েছে যে, গতকাল বৃহস্পতিবার রাতে শান্তিপুর থানার নিকুঞ্জপুর বাজারে প্রকাশ্যে মেসো শ্বশুর মন্টু দাসকে একাধিকবার ছুরি মারে জামাই তাপস বিশ্বাস। তারপরই এলাকা ছেড়ে পালায় জামাই।

আরও পড়ুনঃ তমলুকে সড়ক দুর্ঘটনায় আহত বাইক আরোহী

এরপর মন্টুকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এদিন রাতে অভিযুক্তের বাড়িতে আগুন ধরিয়ে দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন।

এরপরই আগুন নিয়ন্ত্রণে আসে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। অভিযুক্ত তাপস প্রথমে পালিয়ে গেলেও পরে পুলিশ তাকে গ্রেফতার করেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here