সুদীপ পাল, বর্ধমানঃ
গোয়ালঘর থেকে মিলল এক প্রৌঢ়ার দেহ। গলসির কুমারপুরের বাসিন্দা মৃত খইরুন্নেসা বেগমের (৫৮) পরিবারের অভিযোগ, খুন করে গলায় দড়ি বেঁধে ঝুলিয়ে দেওয়া হয়েছে তাঁকে। মৃতের ছেলে শেখ জাহিদুল জামাই ও বেয়াই-বেয়ানের নামে অভিযোগ করেছেন।
জানা যায়, খইরুন্নেসা বেগমের মেয়ে লুৎফুন্নিসা খাতুনের সঙ্গে বছর দুয়েক আগে তাঁর কাকার ছেলে শেখ রঞ্জু আহমেদের বিয়ে হয়। দুই পরিবারের অশান্তি শুরু হয় বিয়ের পর থেকেই। থানা পুলিশে অভিযোগ করা হয় বেশ কয়েকবার।
আরও পড়ুনঃ যুবক খুনের ঘটনায় চাঞ্চল্য রঘুনাথগঞ্জে
শেখ জাহিদুলের অভিযোগ, পন দিয়ে বিয়ে দেওয়ার পরেও টাকার জন্য বোনের উপর অত্যাচার হতো নিয়মিত। কিছুদিন আগে বধূ নির্যাতনের মামলা করা হয় তারপর থেকেই বেড়েছিল অশান্তি।
রঞ্জু আহমেদ, তাঁর বাবা শেখ নিজাম আলী ও তাঁর মা সাবিলা বেগম তাঁদের খুনের হুমকি দেন বলে অভিযোগ করেন জাহিদুল। লাঠিসোঁটা নিয়ে চড়াও হন তাঁদের ওপর। তাঁরা পালিয়ে প্রাণে বাঁচলেও নিজের প্রাণ বাঁচাতে গোয়ালঘরে আশ্রয় নেন খইরুন্নেসা। তারপরে সেখান থেকেই তাঁর দেহ মেলে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584