তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ
সারা রাজ্যের সাথে -উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরেও মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন বিদ্যালয়ের সামনে অভিভাবকদের ভিড় করতে দেখা গেল।কালিয়াগঞ্জ শহরের সের গ্রাম উচ্চ বিদ্যালয়ের সামনে দেখা গেল অভিভাবকদের ভিড়। তাদের ছেলেমেয়েরা যাতে ভালোভাবে পরীক্ষা দিতে পারে, ঠিকমত নির্দিষ্ট আসনে বসতে পারলো কিনা তা দেখে নিশ্চিন্ত হবার জন্য।
কিন্তু শিক্ষা দপ্তরের অত্যন্ত কড়াকড়ি থাকার ফলে বিদ্যালয়ের ভেতরে কারো প্রবেশের অনুমতি না থাকায় অনেক অবিভাকরাই ক্ষুব্ধ। জানা যায় এবছরের মাধ্যমিক পরীক্ষায় সারা রাজ্যে ছেলে পরীক্ষার্থীর চেয়ে মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা বেশি।প্রতিটি জেলার ক্ষেত্রেও একই চিত্র।
আরও পড়ুনঃ পার্শ্ববর্তী কলেজে পরীক্ষাকেন্দ্রের দাবীতে ছাত্রবিক্ষোভ
জানা গেছে উত্তর দিনাজপুর জেলায় এবার মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা মোট ৩৭৭৫৩ জন।যার মধ্যে ছাত্রের সংখ্যা ১৩৩১৪জন এবং ছাত্রীর সংখ্যা ২৪৪৩৯জন। মোট মেইন ভেনুর সংখ্যা ১৮,সাব ভেনুর সংখ্যা ৮৫ টি।মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে সর্বত্র ব্যাপক পুলিশি ব্যবস্থা নেওয়া হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584