নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনাঃ
মায়ের ওপর দীর্ঘদিনের অত্যাচার সহ্য করতে না পেরে বাবাকে কুপিয়ে খুন করল নাবালক।
পুলিশ সূত্রের খবর, খুনের পর বছর ১৫-র ওই কিশোর নিজেই আত্মসমর্পন করে থানায়। শনিবার রাজারহাট থানা এলাকার নবাবপুরের মুন্সি পাড়ার ঘটনা।
জানা গিয়েছে শনিবার রাত ৩টের সময় থানায় আসে ওই নাবালক। জানায়, সে তার বাবাকে খুন করেছে। তার কথায় কার্যত অবাক হয় পুলিশ।
প্রথমে বিশ্বাস না করলেও বিষয়টি খতিয়ে দেখতেই নাবালকের হাতের রক্ত চোখে পড়ে পুলিশের। এরপরই ছেলেটিকে নিয়ে তার বাড়িতে যায় রাজারহাট থানার পুলিশ। বাড়ির বারান্দায় থেকে উদ্ধার করা হয় ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ।
পুলিশ সূত্রে খবর, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর জানা গিয়েছে, মৃত নুরুল আলী দীর্ঘদিন ধরে লাগাতার ধরে তার স্ত্রী-র ওপর অত্যাচার করত।
আরও পড়ুনঃ সন্দেহের জেরে কুপিয়ে খুন স্ত্রীকে, গ্রেপ্তার স্বামী
লাগাতার এই ঘটনায় ক্ষোভ জমে তাঁদের ছেলের। শনিবার রাতে ফের ঝামেলা বাঁধলে ঘরের মধ্যে থাকা কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করে বছর ১৫-র ওই কিশোর। এরপর একটি বড় সিমেন্টের চাই দিয়ে বাবার মাথায় আঘাত করে। ঘটনাস্থলে মৃত্যু হয় বাবার।
মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। সূত্রের খবর, ঘটনার সময় বাড়িতে নাবালকের মা এবং দাদা থাকলেও এখনও তাঁদের কোনও খবর মেলেনি।
তাঁদের খোঁজ চালাচ্ছে পুলিশ। পাশাপাশি এতবড় একটি সিমেন্টের চাঁই নাবালক একা কিভাবে তুুলল তা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। তাহলে কি খুনে অন্য কারও মদত রয়েছে? ভাবাচ্ছে পুলিশকে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584