মাকে বিবস্ত্র করে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ ছেলের বিরুদ্ধে

0
53

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

জমি বিবাদের জেরে এবার নিজের মাকে বিবস্ত্র করে মারধর করে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল খোদ ছেলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি থানার অন্তর্গত দেখালি এলাকায়।

police station | newsfront.co
নিজস্ব চিত্র

জানা গিয়েছে অভিযুক্ত ছেলে দেব কুমার জানার সঙ্গে একটি জমি নিয়ে বিরোধ চলছিল মা ছায়ারানী জানার। আর সেই জমিতে বাড়ি তৈরি করতে গেলে মাকে বিবস্ত্র করে মারধরের পাশাপাশি পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। যদিও ঘটনার সময়ের ভিডিও প্রকাশ্যে এলেও সম্পূর্ণ অভিযোগ মানতে নারাজ অভিযুক্ত ছেলে। ছেলের দাবি সম্পূর্ণ অভিযোগ মিথ্যে।

উল্লেখ্য,পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি থানার অন্তর্গত দেখালির বাসিন্দা বিজয় কৃষ্ণ জানা। তার দ্বিতীয় পক্ষের স্ত্রী ছায়ারানী জানা। বিজয় কৃষ্ণের প্রথম পক্ষ ও দ্বিতীয় পক্ষ মিলিয়ে মোট সাতজন সন্তান রয়েছে। তাদের মধ্যে প্রথম পক্ষের ছেলে দেব কুমার জানার বিরুদ্ধে এই পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে।

suspect | newsfront.co
অভিযুক্ত। নিজস্ব চিত্র

জানা গিয়েছে, স্বামী বিজয় কৃষ্ণ জানা তিনি তার দ্বিতীয় পক্ষের স্ত্রী ছায়ারানী জানাকে থাকার জন্য একটি জায়গা দেন।  আর সেই জায়গার ওপর বাড়ি তৈরি করতে গেলে বাধা হয়ে দাঁড়ায় প্রথম পক্ষের ছেলে দেব কুমার জানা। বুধবার সকালে যখন ওই জায়গার ওপর ছায়ারানী জানা ও তার ছোট ছেলে মিলন জানা ওই জায়গার ওপর বাড়ি তৈরি করতে জান, তখনই দেব কুমার জানা সহ আরও বেশ কয়েকজন এসে তাদের ওপর চড়াও হয়।

আরও পড়ুনঃ রান্নাঘর থেকে গৃহ কর্তার পচাগলা দেহ উদ্ধার

ঘটনায় মা ও ছেলে প্রতিবাদ করায় মাকে বিবস্ত্র করে মারধরের পাশাপাশি গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এর পাশাপাশি ছোট ছেলেকেও মারধর করে দেব কুমার জানা ও তার সঙ্গীরা। সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা দেখতে পেলে তারা মা ও ছেলেকে উদ্ধার করে নিয়ে আসে।
দেব কুমারের ভয়ে গ্রাম থেকে বের হতে পারছিলেন না, মা ও ছেলে।

যার ফলে থানা কিম্বা পুলিশ, প্রশাসন কাউকেই অভিযোগ জানাতে পারেননি তারা। অন লাইনে কাঁথি কোর্টে অভিযোগ জানায় তারা। এরপর বৃহস্পতিবার গভীর রাতে দেব কুমারের নজর এড়িয়ে লুকিয়ে তমলুকে আসেন মা ও ছেলে।

আরও পড়ুনঃ ভরতপুরে বজ্রপাতে ২জনের মৃত্যু

ইতিমধ্যে তারা তমলুকের জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ জানানোর জন্য হাজির হন। অসহায় মা জানান, “আমি ওখানে বাড়ি তৈরীর জন্য গিয়েছিলাম। বাড়ি তৈরি করতে দেবে না বলে দেব কুমার আমার গায়ে আগুন লাগিয়ে দেয়। ওর ভয়ে আমি বাড়ি থেকে বের হতে পারছিলাম না। তাই রাতের অন্ধকারে লুকিয়ে অভিযোগ জানাতে এসেছি।”

এই ঘটনায় স্থানীয় বাসিন্দা তথা তৃণমূলের বুথ সভাপতি সুফল চন্দ্র জানা বলেন, “মা ও ছেলের চিৎকার শুনতে পেয়ে আমরা ঘটনাস্থলে এসে ওদের উদ্ধার করি।  বড় ছেলে দেব কুমার জানা সহ আরও বেশ কয়েকজন মিলে ওদের মারধর করে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here