মোহনা বিশ্বাস, হুগলীঃ
বাঁশবেড়িয়ার একটি বিজেপি সভায় ভুল জাতীয় সঙ্গীত গেয়ে বিতর্কে জড়ালেন বিজেপি বাঁশবেড়িয়া মন্ডলের সম্পাদিকা চন্দনা সরকার। রবিবার সন্ধ্যায় বাঁশবেড়িয়া পৌর প্রাথমিক বিদ্যালয়ে বিজেপির শ্রমিক সংগঠনের সভা অনুষ্ঠিত হয়। আর সেখানেই ভুল জাতীয় সঙ্গীত গাইলেন ঐ বিজেপি নেত্রী। সভার শুরুতে জাতীয় সঙ্গীত গাইবেন বলে তিনি গাইলেন জাতীয় গান ‘বন্দেমাতরম্’। যার কারণে বিতর্কে জড়ালেন চন্দনা দেবী।
এই ঘটনা প্রসঙ্গে বিজেপি নেতা বিষ্ণু চৌধুরী বলেন, বেখেয়ালে জাতীয় সঙ্গীত বলে ফেলেছিলেন চন্দনা দেবী। এছাড়াও সংবিধানে জাতীয় স্তোত্র আর জাতীয় সঙ্গীতকে সমমর্যাদাই দেওয়া হয়। অন্যদিকে, তৃণমূল নেতা অমিত ঘোষ বলেন, ভারতের সংস্কৃতি জানে না বিজেপি। জাতীয় সঙ্গীত কি, সেটাও জানে না। এর আগেও বহুবার এরকম ভুল করেছে বিজেপি। আবার সেই বিজেপিই দেশপ্রেম শেখায়। এর থেকে লজ্জার আর কিছু নেই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584