লক্ষ্য ২০২৪! মমতার জয়ে উদ্বুদ্ধ হয়ে কংগ্রেস সহ বিরোধী জোট কি সত্যিই আসন্ন!

0
56

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

বাংলার বিধানসভা ভোটের ফলের দিকে নজর ছিল দেশের বিজেপি বিরোধী সব দলগুলির। বিজেপির বাংলা জয়ের স্বপ্নে জল ঢেলে তৃতীয় বারের জন্য সরকার গড়লেন মমতা বন্দ্যোপাধ্যায় আর তা’ই অক্সিজেন জোগাল অ-বিজেপি দলগুলোকে।

Sonia Gandhi Mamata Banerjee
সোনিয়া গান্ধী-মমতা বন্দ্যোপাধ্যায়

প্রমাণ হয়ে গেল যে শক্তির প্রত্যেকটা উপাদান সঙ্গে থাকা বিজেপিকেও হারানো সম্ভব। বাংলায় বিজেপির হার দেখে এবার একযোগে ২০২৪-এর নির্বাচনে ঝাঁপাতে চাইছে বিরোধী শক্তি। সে কাজ বিক্ষিপ্তভাবে শুরুও হয়ে গিয়েছে। ইতিমধ্যেই শরদ পাওয়ারের সঙ্গে বৈঠকও হয়েছে ভোট স্ট্র্যাজেজিস্ট প্রশান্ত কিশোরের।

এছাড়া রাজধানীতে বেশ কয়েকটি বিরোধী দলও নিজেদের মধ্যে বৈঠক সেরে ফেলেছে, অনুমান করা হচ্ছে এগুলি পরবর্তী লোকসভায় বিরোধী জোটের প্রাথমিক আলোচনা। শরদ পাওয়ার আগেই জানিয়েছিলেন যে কংগ্রেসকে ছাড়া বিজেপি বিরোধী জোট সম্ভব নয়। উঠে পড়ে লেগেছে কংগ্রেসও। ২০২৪-কে পাখির চোখ করে এখন থেকেই পদক্ষেপ শুরু করেছেন সোনিয়া গান্ধীও। কংগ্রেস সভানেত্রী প্রথম প্রস্তুতি শুরু করতে চান দলের অন্দরে বদলের মাধ্যমেই করতে চাইছেন। আসন্ন বাদল অধিবেশনেই কংগ্রেস নেতৃত্বে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে অনুমান। তৃণমূল সহ অন্যান্য বিরোধীদের বার্তা দিতেই সোনিয়ার এই চেষ্টা বলে সূত্রের খবর।

আরও পড়ুনঃ সোমবার লকডাউন ভেঙে কলকাতা পুরসভা ঘেরাও, বিক্ষোভের পরিকল্পনা বিজেপির

বাংলার ভোটে কংগ্রেস এবারে ধরাশায়ী, অধীর গড় মুর্শিদাবাদেও নিশ্চিহ্ন কংগ্রেস। বিধানসভা ভোটে বাম-কংগ্রেস-আইএসএফ জোট কোন সুবিধাই করতে পারেনি। তৃণমূল সরকার ও মমতার সমালোচনায় সোচ্চার ছিলেন প্রদেশ সভাপতি অধীর চৌধুরী। যা নিয়েও দলের ভিতরেই তৈরি হয় বিতর্ক । এরপর থেকে কংগ্রেস-তৃণমূল সম্পর্ক একেবারে তলানিতে। যা জাতীয়স্তরে বিজেপি বিরোধীতায় কংগ্রেস-তৃণমূল সুসম্পর্ক গড়ার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। কাছাকাছি আসায় বাধা হয়ে দাঁড়াচ্ছে। যেকারণে অধীর চৌধুরীকে সরিয়ে তৃণমূলকে বার্তা দিতে পারেন কংগ্রেস সভানেত্রী।

আরও পড়ুনঃ মনোরঞ্জন ব্যাপারী একা নন, রাজ্য সরকারের অনেক বিধায়কই কাজ করতে পারেন নাঃ লকেট

রাজ্যপাল ধনখড়কে পদচ্যূত করতে ইতিমধ্যেই সচেষ্ট বাংলার শাসক দল, দ্বারস্থ হতে চলেছে রাষ্ট্রপতিরও। সূত্রের খবর, সংসদীয় অধিবেশন শুরুর আগেই একযোগে রাষ্ট্রপতির কাছে আবেদনের জন্য কংগ্রেস সহ বিরোধী দলগুলোর কাছে আর্জি জানাতে পারে তৃণমূল। তার আগেই অধীরকে সরানো হলে তা জাতীয়স্তরে কংগ্রেস-তৃণমূল পারস্পরিক সম্পর্কের উন্নতিতে সহায়ক হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here