সাইকেলে করে ডিম, পাউরুটি বিক্রি করছেন সোনু সুদ!

0
90

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ

‘গরীবের মসীহা’ বলিউড অভিনেতা সোনু সুদ। করোনার প্রথম ঢেউ থেকেই সোনু সুদকে দেখা গেছে একেবারে অন্য ভূমিকায়। এবার তিনি সাইকেলে চড়ে পাঁউরুটি, ডিম নিয়ে বেরিয়ে পড়েছেন। যাদের প্রয়োজন, নিজেই পৌঁছে দেবেন তাদের কাছে।

Sonu Sood | newsfront.co
সোনু সুদ

নিজের ইনস্টাগ্রামেই এমন একটি ভিডিয়ো শেয়ার করেছেন খোদ সোনু সুদ। ভিডিওতে মজা করে নিজেকে সুপারমার্কেট বলে দাবি করছেন তিনি। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘১০টা ডিমের সাথে ফ্রি একটা পাঁউরুটি। ফ্রি হোম ডেলিভারি।’ মজা করে বানালেও ছোটো ছোটো ব্যাবসাকে প্রমোট করতে এই ভিডিও বানিয়েছেন তিনি। আর এইসব ডিম পাউরুটি পৌঁছে দেবেন তারই ফাউন্ডেশন। যাতে কেউ কাজ হারা না থাকেন, এইভাবে হোম ডেলিভারির মত ব্যাবসা শুরু করেন। এমনিতেই লকডাউন পর্ব শুরু থেকেই লক্ষ লক্ষ মানুষের সহযোগিতায় নির্ধিতায় হাত বাড়িয়েছেন তিনি। অভিনেতার এই পদক্ষেপকে কুর্নিশও জানিয়েছেন তার অনুরাগীরা।

বলিউডের কোনো ধনী অভিনেতা নন তিনি, নেই কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডও। তা সত্ত্বেও করোনার প্রথম ঢেউয়ের লকডাউন থেকে আজ পর্যন্ত সাধারণ মানুষের সহযোগিতায় অনবরত লেগে রয়েছেন সোনু সুদ। লকডাউনের কঠিন সময়ে বাড়িতে বসে না থাকে নিজের উদ্যোগে বাড়ি ফিরিয়েছেন মুমূর্ষু রোগী থেকে শুরু করে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদেরও। নিজের খরচে বাস, প্লেনের ব্যাবস্থা করেছেন এই অভিনেতা। এর মাঝে নিজেও আক্রান্ত হয়েছেন মারণ ভাইরাসে। তবে সুস্থ হয়েই আবার নিজেকে নিয়োগ করেছেন সাধারণ মানুষের কাজে।

আরও পড়ুনঃ ফাদার্স ডে-তে এক মরমী পোস্টে ভাসলেন অভিনেত্রী সুদীপ্তা ব্যানার্জি

কারও কলেজে ভর্তির টাকা নেই, অনলাইন ক্লাসের জন্য স্মার্ট ফোন নেই, চাকরি হারিয়ে রোজগার বন্ধ, হাসপাতালে ভর্তি হতে সাহায্য চাই… সব সমস্যার সমাধানের নামই যেন সোনু সুদ। ডাক্তারি পড়ার স্বপ্ন পূরণ করতে স্কলারশিপের ব্যবস্থা করেছেন তিনি। অক্সিজেন আনিয়েছেন ফ্রান্স থেকে। তার এই বিভিন্ন মানবিক প্রচেষ্টাকে সম্মান জানিয়েছে বিমান সংস্থা স্পাইসজেটও।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here