সর্বভারতীয় চিত্রকলা প্রতিযোগিতায় রৌপ্যপদক জয়ী কালিয়াগঞ্জের অমিতা

0
457

তপন চক্রবর্তী, উত্তর দিনাজপুরঃ

সম্প্রতি কলকাতায় নিখিল ভারত সঙ্গীত সমিতি আয়োজিত সর্বভারতীয় চিত্রকলা প্রতিযোগিতায় উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের সোনার মেয়ে অমিতা প্রসাদ রৌপ্যপদক পাবার কৃতিত্ব অর্জন করায় কালিয়াগঞ্জের মানুষ অমিতার এই অসাধারণ সাফল্যে জন্য তাকে অভিনন্দন জানায়।

amrita prasad | newsfront.co
পদকজয়ী অমিতা প্রসাদ। নিজস্ব চিত্র

অমিতা পাঁচ বছর বয়স থেকেই চিত্র অঙ্কনের সাথে যুক্ত।অমিতার শিক্ষাগুরু তথা চিত্রাঙ্কন বিদ্যাপীঠের কর্নধার মিঠুন সরকার বলেন সর্বভারতীয় স্তর থেকে তার ছাত্রী অমিতা রৌপ্য পদক ছিনিয়ে আনায় শিক্ষক হিসেবে তিনি গর্বিত।

আরও পড়ুনঃ পশ্চিম মেদিনীপুরে ফুটবল টুর্নামেন্ট ঘিরে মানুষের সমাগম

কলকাতার বেহালার শকুন্তলা পার্কে গত ২৮ ডিসেম্বর এই পুরস্কার তুলে দেওয়া হয় অমিতা প্রসাদের হাতে।সর্বভারতীয় চিত্রকলা প্রতিযোগীতার অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন সঙ্গীত জগতের স্বনামধন্য প্রতিষ্ঠিত শিল্পী মানস চক্রবর্তী, নিখিল ভারত সঙ্গীত সমিতির কর্নধার শুক্লা চক্রবর্তী ছাড়াও আসাম, আন্দামান
বিহার, সহ বহু রাজ্যের বিশিষ্ট ব্যক্তিদের সাথে কয়েকশো চিত্রকলা শিল্পী।

জানা যায়, অমিতার বাবা অমল প্রসাদ কালিয়াগঞ্জ রেল স্টেশনের একজন ক্ষুদ্র দোকানদার। অমিতার বাবা অমল প্রসাদ বলেন তার মেয়ে সবসময়ের জন্য চিত্রকলা অঙ্কন নিয়েই চর্চা করে বড় একজন চিত্রকলা শিল্পী ভবিষ্যতে হবার জন্য।

আরও পড়ুনঃ পর্যটন উৎসব ঘিরে উদ্দীপনা কালনায়

মেয়ের সাফল্যে বাবা অমল প্রসাদ বলেন তার মেয়ে যে সর্বভারতীয় চিত্রকলা প্রতিযোগিতায় এত বড় পুরস্কার ছিনিয়ে আনবে তা স্বপ্নেও ভাবিনি। তিনি একজন সফল মেয়ের বাবা হিসাবে গর্ববোধ করছে।

অমিতা জানায়, ছোট থেকেই একজন প্রতিষ্ঠিত চিত্রশিল্পী হবার স্বপ্ন।সবার আশীর্বাদ এবং আমার পরিশ্রম দিয়ে নিজেকে আমাকে সেই জায়গায় পৌঁছাতে হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here