নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
প্রতিভা কখনও চাপা থাকে না। তা একদিন সবার সামনে আসতে বাধ্য। তবে কারো ক্ষেত্রে তা সহজেই সর্বসমক্ষে আসে, কারো আবার আসে না। কেউ চায় প্রচারের আলোয় নিজেকে আলোকিত করতে। কেউবা কাজ করে চলে নিঃশব্দে, নিষ্ঠা আর ভালোবাসায়। নিজের প্রচার নিয়ে এতটুকু মাথা ব্যথা থাকে না তাঁদের। “জীবনে কাজ করতে এসেছি। কাজ করেই ছুটি নেব জীবন থেকে।”— এই ভাবনায় কাজ করে চলে যারা, তাদের মধ্যেই একজনকে খুঁজে বের করল নিউজ ফ্রন্ট।
হরেক রকমের বাজনা বাদনে পারদর্শী সৌমেন মুখোপাধ্যায়। ড্রামস, পারকেশন্স, গিটার সহ আরও নানা বাদ্যযন্ত্রে পারদর্শী সৌমেন ইতিমধ্যে সঙ্গীত পরিচালনার কাজও করেছেন। ১৫-১৬ বছর বয়স থেকে গানবাজনার চর্চা শুরু করেন সৌমেন। যাত্রা শুরু হয় বাংলা ব্যান্ডের পারকেশনিস্ট হিসেবে। এরপর ২০০৫ সাল থেকে স্বাধীনভাবে মিউজিশিয়ান হিসেবে কাজ করেন সৌমেন। বরাবরের আগ্রহ ব্যাকগ্রাউন্ড স্কোর করার।
সেখান থেকেই বিভিন্ন থিয়েটার গ্রুপের ব্যাকগ্রাউন্ড মিউজিক মেকার হিসেবে কাজ শুরু এই যুবকের।
২০১০ থেকে গানের সুর করার কাজে নিজেকে নিয়োজিত করলেও প্রথম আত্মপ্রকাশ ২০১২-র ‘বাস-তব’ থিয়েটার গ্রুপের টাইটেল ট্র্যাাক বানানোর মাধ্যমে।
সৌমেন বিভিন্ন শর্ট ফিল্ম, অ্যাড জিঙ্গল, বেসিক অ্যালবাম, টেলিফিল্ম সহ বেশ কিছু সিঙ্গলসও বানিয়েছেন।
সম্প্রতি ‘সারেগামাপা’ খ্যাত দেবলীনা ভাদুড়ি এবং বিনম্র পাত্রর কণ্ঠে একটি সিঙ্গলস মুক্তি পেয়েছে। সেটির সুর দিয়েছেন সৌমেন। এমনকী ব্যাকগ্রাউন্ড মিউজিকও তাঁরই। গান লিখেছেন সৈকত গুপ্ত।
রাজ্যের বাইরেও কিছু কাজ করেছেন সৌমেন। মোহনবাগান ফ্যান ক্লাব ‘ম্যারিনার্স অ্যাট বেঙ্গালুরু’র টাইটেল ট্র্যাাক করেছেন সৌমেন।স্বনামধন্য ফিল্ম এডিটর মলয় লাহার সহকারী মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ করেছেন সৌমেন।
শতরূপা, ক্রেসেন্ডো নামের দুটি অ্যালবাম বানিয়েছেন সৌমেন। এই দুটির সুর ও সঙ্গীত পরিচালনা সৌমেনের।
শর্ট ফিল্মের তালিকায় রয়েছে মজা, আলো ছায়া। টেলিফিল্মের তালিকায় রয়েছেন সমান্তরাল, গোধূলি। এই দুটি দেখানো হয় রূপসী বাংলায়।
আরও পড়ুনঃ কোভিড যোদ্ধাদের স্যালুট জানাতে ফিরছে ‘সুপারস্টার পরিবার’, কামব্যাকে হাজির দেব!
এখনও নিয়মিত সুরের সাধনা করেন সৌমেন। নিজেকে আজও শিক্ষার্থীই ভাবেন তিনি। আগামীতেও নিজেকে শিক্ষানবিশ ভেবেই নিজের কাজ চালিয়ে যেতে চান সৌমেন মুখোপাধ্যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584