নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
বর্তমান যুগে যুগের সঙ্গে তাল মেলাতে গিয়ে সংস্কৃতিচর্চা হারিয়ে যেতে বসেছে। হারিয়ে যাওয়া সেই সংস্কৃতি চর্চা মানুষের মধ্যে পুনরায় ফিরিয়ে আনার লক্ষ্যে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট এলাকায় সারাবাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতা, যা এবছর ৬১তম বর্ষে পদার্পণ করলো।
জানা গেছে গত দুইদিন ধরে চলছে এই একাঙ্ক নাটক প্রতিযোগিতা, আর তৃতীয় দিনে এই একাঙ্ক নাটক প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন নাট্য জগতের কিংবদন্তি হিসেবে পরিচিত সৌমিত্র চট্টোপাধ্যায়। সৌমিত্র চট্টোপাধ্যায় বয়সের বাধাকে দূরে ঠেলে এখনো পর্যন্ত নাট্যজগতের নানান খ্যাতি অর্জন করে চলছেন।
আরও পড়ুনঃ বালুছায়া সভাকক্ষে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের ভোটার দিবস উদযাপন
এদিন এই অনুষ্ঠানে সৌমিত্র চট্টোপাধ্যায় উপস্থিত হওয়ার পর একাধিক নাট্যজগতের ইতিহাস তুলে ধরেন, শুধু তাই নয় এ দিন মঞ্চ থেকে কবিতা পাঠ করে শোনান তিনি, অন্যদিকে এই একাঙ্ক নাটক প্রতিযোগিতায় উপস্থিত হয়েছিলেন কোলাঘাটের বিডিও মদন মন্ডল, তিনি বলেন এই নাট্য সংস্কৃতি ধীরে ধীরে বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে হারাতে বসেছে সেই জায়গায় একাঙ্ক নাটক প্রতিযোগিতার কমিটিকে প্রশংসায় ভরিয়ে দেন তিনি। তবে যাই হোক সব মিলিয়ে এই প্রতিযোগিতায় ঘিরে এলাকা মানুষের মধ্যে উদ্দীপনা তুঙ্গে
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584