দিনে ১০ লিটার অক্সিজেন, সৌমিত্রের চিকিৎসায় প্লাজমা থেরাপির প্রয়োগ

0
102

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

বর্ষীয়ান চলচ্চিত্র জগতের নক্ষত্র সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ কাটেনি। হাসপাতাল সূত্রে খবর, দৈনিক ১০ লিটার করে অক্সিজেন দিতে হচ্ছে চিকিৎসাধীন অভিনেতাকে। শুধু তাই নয়, শনিবার রাতে অভিনেতাকে কনভালোসেন্ট প্লাজমা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

soumirta chatterjee | newsfront.co
সৌমিত্র চট্টোপাধ্যায়

হাসপাতাল সূত্রে খবর, সৌমিত্র চট্টোপাধ্যায়ের অবস্থা এখন স্থিতিশীল হলেও তাঁর মধ্যে কিছু শারীরিক অস্থিরতা রয়েছে। চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় একে বলা হয় ‘করোনা ইন্সলোপাথি’, যাতে রোগীর আচমকা আচমকা খিঁচুনি হতে পারে।

আরও পড়ুনঃ উদ্বেগজনক হলেও চিকিৎসায় সাড়া দিচ্ছেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়

সৌমিত্রবাবুর ক্ষেত্রেও সেই উপসর্গ দেখা যাচ্ছে। তাঁর শরীরে পটাশিয়ামের মাত্রা এখনও কম রয়েছে। সোডিয়াম-পটাশিয়ামের সেই ভারসাম্য স্বাভাবিক করার চেষ্টা হচ্ছে। ১২ জন চিকিৎসকের একটি টিম তাঁর দেখাশোনা করছেন।

তবে এদিন তার চেস্ট সিটিস্ক্যান করে তেমন কিছু পাওয়া যায়নি৷ এখন তার মস্তিষ্কের এমআরআই জরুরি। কিন্তু ‘এজিটেটেড’ থাকার কারণে তা সম্ভব হচ্ছে না৷ চিকিৎসকরা তার শারীরিক পরিস্থিতির উপর কড়া নজর রেখেছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here