যুব মোর্চার সভাপতির পদ থেকে ইস্তফা দিচ্ছেন সৌমিত্র খাঁ, ঘোষণা ফেসবুকে

0
70

মোহনা বিশ্বাস,ওয়েব ডেস্কঃ

রাজ্য বিজেপি যুব মোর্চার সভাপতির পদ থেকে সরে আসতে চাইছেন সৌমিত্র খাঁ। সোশ্যাল মিডিয়ায় পদত্যাগের কথা জানিয়েছেন তিনি নিজেই। যদিও পদ ছাড়লেও দলের একনিষ্ঠ কর্মী হিসেবে কাজ করবেন বলে জানিয়েছেন বিষ্ণুপুরের সাংসদ। কেন্দ্রীয় মন্ত্রিসভায় সম্প্রসারণে ঠাঁই না পাওয়ার কারণেই কি ইস্তফা?অনেকেরই ধারণা ফের তৃণমূলে ফিরে যাবেন তিনি। যদিও এমন জল্পনা উড়িয়েছেন সৌমিত্র খাঁ।

Soumitra Khan
সৌজন্যেঃ ইন্ডিয়া টুডে

ওয়াকিবহলের মতে, সৌমিত্র খাঁর এই পদত্যাগের নেপথ্যে রয়েছন দিলীপ ঘোষ। কোনওদিনই দিলীপ-সৌমিত্র সম্পর্ক খুব একটা মধুর ছিল না। সেই মতানৈক্যের কারণেই হয়তো এই দলত্যাগ। তবে শুধু মাত্র দিলীপ ঘোষ নন, শুভেন্দু অধিকারীর সঙ্গে সৌমিত্র খাঁর সম্পর্ক ভালো নয় বলে জানা যায়। দুই নেতাকে কটাক্ষ করে সৌমিত্র খাঁ বলেন, গোটা বিজেপিটা তো এখন পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর চালাচ্ছে।

Soumitra Khan facebook post
সৌমিত্র খাঁর ফেসবুক পোস্ট

এদিকে, রাজ্য বিজেপি সূত্রে খবর, সৌমিত্র খাঁয়ের ইস্তফার ইচ্ছা প্রকাশ করার মূল কারণ মন্ত্রিত্ব না পাওয়া। বুধবার নাকি দুপুর ১টা পর্যন্ত দিল্লি থেকে ফোন পাওয়ার আশায় বসেছিলেন সৌমিত্র খাঁ।

আরও পড়ুনঃ নন্দীগ্রাম মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি কৌশিক চন্দ, মমতাকে পাঁচ লক্ষ টাকা জরিমানা

তবে যখন তিনি জানতে পারেন যে দিল্লি থেকে এবারে আর কোনো ফোন আসবে না, মন্ত্রীত্ব পদ পাওয়ার তালিকায় নাম নেই তাঁর, ঠিক তখনই তিনি ফেসবুকে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেন। তবে এর পাশাপাশি তিনি এও জানান, তিনি রাজ্য বিজেপি যুব মোর্চার সভাপতির পদ ত্যাগ করলেও তিনি সর্বদা দলের সঙ্গে থাকবেন

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here