করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা

0
60

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

করোনা আক্রান্ত বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা নিরূপা গঙ্গোপাধ্যায়। সোমবার গভীর রাতে শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। অল্প শ্বাসকষ্ট থাকায় প্রয়োজনে মিনিটে ১ থেকে ২ লিটার অক্সিজেন দিতে হচ্ছে তাঁকে।

Sourav Ganguly's mother tested covid positive
ছবি: সংগৃহীত

তবে হাসপাতাল সূত্রের খবর, আপাতত স্থিতিশীল নিরূপা দেবী। তাঁর ডায়াবেটিস-সহ হৃদরোগ এবং নার্ভের অসুস্থতা রয়েছে। তবে আপাতত যাবতীয় কো মর্বিডিটিই নিয়ন্ত্রণে রয়েছে বলে জানাচ্ছেন চিকিৎসকরা। সোমবার রাতেই রক্ত-সহ বেশ কিছু পরীক্ষা করানো হয়েছে নিরূপা দেবীর।

হাসপাতাল সূত্রে খবর, সৌরভ গঙ্গোপাধ্যায়ের মায়ের বয়স এবং অন্যান্য একাধিক অসুস্থতা রয়েছে। তবে এখনই উদ্বেগের কোনও কারণ নেই। আপাতত স্থিতিশীল সৌরভ জননী নিরূপা গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুনঃ উপাচার্য ঘেরাওকে কেন্দ্র করে উত্তাল বিশ্বভারতী, বন্ধ করে দেওয়া হল ভর্তি প্রক্রিয়া

প্রসঙ্গত, ২০২০-র জুলাই মাসে করোনা ভাইরাসের প্রকোপে পড়েছিলেন সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ও তাঁর স্ত্রী। সেইসময় সৌরভ গঙ্গোপাধ্যায়, স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়, মেয়ে সানা গঙ্গোপাধ্যায়, মা নিরূপা গঙ্গোপাধ্যায়-সহ গোটা পরিবারকেই হোম কোয়ারেন্টাইনে থাকতে হয়। স্নেহাশিস সুস্থ হওয়ার পর এবার করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি হলেন সৌরভের মা নিরূপা দেবীও। তবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের করোনা পরীক্ষা করা হলে তার রিপোর্ট নেগেটিভ এসেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here