নিজস্ব সংবাদদাতা,দক্ষিন দিনাজপুরঃ

উত্তরবঙ্গ উৎসব দক্ষিণ দিনাজপুর জেলা পর্যায়ের শুভ সূচনা হল বালুরঘাটে।আজ বালুরঘাটের হাই স্কুল মাঠে এই মেলার উদ্বোধনে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী বাচ্চু হাঁসদা,দক্ষিণ দিনাজপুর জেলার অতিরিক্ত জেলা শাসক (সাধারণ) কৃত্তিবাস নায়েক,অতিরিক্ত জেলা শাসক (উন্নয়ন ) মৃন্ময় বিশ্বাস,উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান বিপ্লব মিত্র সহ বিশিষ্ট জনেরা।

গত ২১ শে জানুয়ারি মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন।আজ তারই দক্ষিণ দিনাজপুর জেলা পর্যায়ের অনুষ্ঠান শুরু হল।
আরও পড়ুনঃ পূর্বস্থলীতে যুবকরনের উদ্যোগে সুভাষ উৎসবের সূচনা

এই অনুষ্ঠানের মঞ্চ থেকে দশ জন মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে দশ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।আজ জেলার বিভিন্ন লোকশিল্পীরা নৃত্য গীতের মধ্যে দিয়ে অতিথিদের স্বাগত জানান।আজ ও কাল দুইদিন ব্যাপী এই অনুষ্ঠান উপলক্ষ্যে সাধারণ মানুষের চোখে পড়ার মত উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584