শ্যামল রায়,পূর্বস্থলীঃ

বুধবার পূর্বস্থলী ২ নম্বর ব্লকের যুবকরণ বিভাগের উদ্যোগে নেতাজি উৎসবের সূচনা হলো।কালেখাতলা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন মুড়াগাছা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নেতাজি উৎসবের সূচনা করেন প্রাক্তন বিধায়ক পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তপন চট্টোপাধ্যায়।উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য দেবাশীষ নাগ,যুব কল্যাণ দফতরের আধিকারিক অজিত কুমার দাস, মুড়াগাছা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিনয় সরকার,পূর্বস্থলী থানার পুলিশ আধিকারিক রাকেশ মিশ্র,পঞ্চায়েত সমিতির সদস্য শিক্ষাবিদ সুব্রত দাস,পঞ্চায়েত সমিতির সভাপতি সুতপা নাথ সহ অনেকে।নেতাজি উৎসব উপলক্ষ্যে এদিন সকালে নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান এবং নেতাজি বিষয়ক আলোচনা বিভিন্ন ধরনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বলে জানা গিয়েছে। একদিনের নেতাজি উৎসব ঘিরে এলাকার উৎসাহী মানুষজনের ভিড় ছিল চোখে পড়ার মতো।
আরও পড়ুনঃ বর্ধমান জেলা জুড়ে নেতাজির জন্মদিবস পালন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584