নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
দক্ষিণ কোরিয়ায় জন্মের থেকে বাড়ছে মৃত্যুর সংখ্যা। ২০২০ সালে প্রথম এই ঘটনা ঘটল ওই দক্ষিণ কোরিয়ায়। দেশটিতে বিশ্বের সর্বনিম্ন জন্মহার রয়েছে। এসব নিয়ে দক্ষিণ কোরিয়ায় নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে।

গত বছর দেশটিতে ২ লক্ষ ৭৫ হাজার ৮০০ শিশুর জন্ম হয়েছে। যেটা ২০১৯ সালের তুলানায় ১০ শতাংশ কম। আর ২০২০ সালে মৃত্যুর সংখ্যা ছিল ৩ লক্ষ ৭ হাজার ৭৬৪জন।
জন্ম-মৃত্যুর এই সংখ্যার কারণে স্বরাষ্ট্রমন্ত্রণালয় নীতিতে মৌলিক পরিবর্তন আনার কথা জানিয়েছে। ক্রম হ্রাসমান জনসংখ্যা, স্বাস্থ্য সুরক্ষায় সরকারি ব্যয় বৃদ্ধি এবং পেনশন বাড়ানোর দাবি দেশটিতে ব্যাপক চাপ সৃষ্টি করছে।
আরও পড়ুনঃ অ্যাসাঞ্জের মানসিক স্বাস্থ্য নিয়ে বাড়ছে উদ্বেগ, যুক্তরাষ্ট্রে হস্তান্তর আটকাল ব্রিটিশ আদালত
তরুণ জনসংখ্যা হ্রাসের কারণে দেখা দিয়েছে শ্রম ঘাটতি এবং এটা অর্থনীতির ওপর সরাসরি প্রভাব ফেলছে। বিবিসির খবর অনুযায়ী, দক্ষিণ কোরিয়ায় নিম্ন জন্ম হারের অন্যতম কারণ হল দেশটির নারীরা কাজ এবং জীবনের অন্য চাহিদাসমূহের মধ্যে সামঞ্জস্য করতে পারেনা।
আরও পড়ুনঃ যুক্তরাষ্ট্রে ৩০ বছর কারাগারে কাটিয়ে ইসরায়েলে ফিরলেন গোয়েন্দা জনাথন পোলার্ড
নিম্নজন্মহার সামনে রেখে গত মাসে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন-জে বেশ কয়েকটি নীতি হাতে নিয়েছেন। এরমধ্যে রয়েছে পরিবারগুলোর জন্য ক্যাশ প্রণোদনা। ২০২২ সাল থেকে শুরু হওয়া এই নীতির আওতায় প্রতিটি শিশুর জন্মের পর জন্মপূর্ব খরচের জন্য ১৮৫০ মার্কিন ডলার দেওয়া হবে।
এছাড়া শিশুর বয়স এক বছর হওয়ার আগে পর্যন্ত প্রতিমাসে ৩ লক্ষ দক্ষিণ কোরিয়ান উয়ন দেওয়া হবে। ২০২৫ সাল থেকে প্রতিমাসে এই প্রণোদনা ৫ লাখে বৃদ্ধি পাবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584