প্রীতম সরকার, উত্তর দিনাজপুরঃ
করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি উত্তর দিনাজপুরের এক রোগীর নমুনা পাঠানো হলো শিলিগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সংক্রমন বিভাগের পরিকাঠামো না থাকায়, চিকিৎসকরা এই পরিষেবা দিতে অস্বীকার করেন।
এমনকি ভিনরাজ্য ফেরৎ এক শ্রমিক বুধবার ইটাহার গ্রামীন হাসপাতালে এলে তাকে হোম কোয়ারান্টিনে রাখা হয়। কিন্তু তার শারিরীক অবস্থায় অবনতি হলে বৃহস্পতিবার রাতে রায়গঞ্জ মেডিক্যালে পাঠানো হয়। যদিও জ্বর, সর্দিকাশিতে আক্রান্ত এই রোগীকে সংক্রমন বিভাগে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুনঃ সংক্রমণকে উপেক্ষা করেও দেশের কাজ,সমাজসেবককে হ্যাণ্ডওয়াস বিলি হোটেল মালিকের
পাশাপাশি ডেঙ্গু, ম্যালেরিয়া রোগের পরীক্ষার জন্য তার রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে এই রোগী করোনা ভাইরাসে আক্রান্ত কি না, তা লালারস পরীক্ষার পরেই জানা যাবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584