নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় সবুজ সংরক্ষণ ও পরিবেশ পরিচ্ছন্ন রাখার জন্য পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ থেকে জেলাশাসক দফতর পর্যন্ত বিশেষ পদযাত্রা অনুষ্ঠিত হল বৃহস্পতিবার।এদিন এই পদযাত্রার উদ্বোধন করেন জেলাশাসক রেশমি কমল।
এছাড়াও এদিনের পদযাত্রায় উপস্থিত ছিলেন জেলাপরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা সহ সভাধিপতি অজিত মাইতি,জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরিশ চন্দ্র বেরা,কর্মাধ্যক্ষ শ্যাম পাত্র সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।পদযাত্রা শেষে জেলাশাসক দফতর প্রাঙ্গনে বৃক্ষরোপণ করা হয়।
আরও পড়ুনঃ বেলদায় ব্লক প্রশাসনের উদ্যোগে সবুজের অভিযান কর্মসূচি
বৃক্ষরোপনে অংশ নেয় জেলাপ্রশাসনের আধিকারিক থেকে শুরু করে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা।জেলাশাসক বলেন, “যেভাবে পরিবেশে দূষণের মাত্রা বাড়ছে,তা অতি ভয়ংকর।তাই পরিবেশকে রক্ষা করতে হলে আমাদের আরও বেশী বেশী করে গাছ লাগাতে হবে এবং অন্যদেরও বলতে হবে গাছ লাগানোর কথা।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584