নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
শহরের কোলে ছোট্ট একটি হোটেল।মাছ ভাতের হোটেল। তবে এই হোটেল কে গোটা শহরের মানুষ ধোনির বলেই চেনেন।
আসলে এই হোটেলের মালিক ‘ধোনি ভক্ত’ শম্ভু বোসের। নিজে মহেন্দ্র সিং ধোনির ভক্ত আলিপুরদুয়ার পুর্ব শান্তি নগর এলাকার বছর তিরিশের যুবক শম্ভু।আর তার একমাত্র রোজগারের মাধ্যম এই হোটেলটির নাম করন করেছেন “এম এস ধোনি হোটেল”।
তার এই হোটেলে যেমন,ডাল ভাত সবজি মাছ মাংস সবই পাওয়া যায়।আর কোন কারনে যদি আপনার পকেটে গড়ের মাঠ ! মানে পয়সা নাও থাকে তাও আপনি এই হোটেলে কব্জি ডুবিয়ে খেতে পারবেন।
কিন্তু শর্ত একটাই,আপনাকে ভারতীয় ক্রিকেট দলের খেলোয়ার মহেন্দ্র সিং ধোনির ভক্ত হতে হবে।
হোটেল মালিক শম্ভু বোসের বলেন,“আমি গরীব ছেলে। আমার খুব বেশি সামর্থ্য নেই। কিন্তু কেউ ধোনির ভক্ত হলে আমার মন খুশিতে ভরে ওঠে। ধোনির ভক্ত পেলেই আমি হ্যান্ডশেক করি।কোলাকুলি করি।অনেকের কাছে কম টাকা থাকে, কারও কাছে অনেক সময় টাকা থাকেই না। কিন্তু ধোনি ভক্তদের জন্য এই হোটেলে খাওয়া দাওয়া করলে পয়সা কোন বিষয় হয় না। ধোনির ভক্ত হওয়াটাই আমার কাছে গর্বের।”
উল্লেখ, এই ধোনি ভক্ত শুধু ভারতীয় ক্রিকেট দলের খেলা গুলোতে রাস্তা জুড়ে জাতীয় পতাকা লাগানো,ভারত জিতলে বোম ফাটানো থেকে শুরু করে বড় পর্দা টাঙ্গানো সবই করেন এই শম্ভু।
আরও পড়ুনঃ রক্তদান উৎসব
হোটেলের খদ্দের রাজেশ বর্মন বলেন,“এই হোটেল ইতিমধ্যেই অসম বিহার সহ বিভিন্ন জায়গার ধোনি ভক্তদের কাছে পরিচিত হয়ে উঠেছে।ক্রিকেট খেলা নিয়ে এই উন্মাদনা খুব ভালো লাগে। বর্তমান সময়ে ছেলেমেয়েরা ধেলাধুলো মাঠ থেকে দূরে সরে যাচ্ছে। হারিয়ে যাচ্ছে খেলা নিয়ে সেই উন্মাদনাও। তার মাঝে শম্ভু সত্যি ব্যাতিক্রমি চরিত্র।ওর জন্য গর্ব হয়।” ক্রিকেট খেলা নিয়ে এই যুবকের উন্মাদনাকে চেনে গোটা শহর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584