পশ্চিমবঙ্গব্যাপী বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র-ছাত্রীদের দিবা-রাত্রিকালীন ক্রীড়া প্রতিযোগিতা

0
58

নিজস্ব সংবাদদাতা, মালদহঃ

মহদীপুর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গ ব্যাপী বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র-ছাত্রীদের দিবা রাত্রিকালীন ক্রীড়া প্রতিযোগিতা। এই মর্মে শুক্রবার সকালে শহরের বৃন্দাবনী ময়দান থেকে এক বর্ণাঢ্য প্রভাতফেরির আয়োজন করা হয়েছিল। পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার প্রায় দুই শতাধিক প্রতিবন্ধী ছাত্র-ছাত্রী এই প্রভাতফেরিতে অংশ নেন।

special sports competition in west bengal | newsfront.co
উদ্বোধন। নিজস্ব চিত্র

সাঁওতালি নৃত্য, ব্যান্ডপার্টি সহকারে এই প্রভাতফেরী গোটা শহর পরিক্রমা করে। প্রভাত ফেরীতে অংশ নেন মহদীপুর এক্সপোটার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রসেনজিৎ ঘোষ, ভূপতি মন্ডল, হৃদয় ঘোষ সহ অন্যান্য সদস্যরা। জানা যায় প্রভাতফেরী শেষে বেলা দুটো নাগাদ শহরের বৃন্দাবনী মাঠে শুরু হয় একদিন ব্যাপী প্রতিবন্ধী ছাত্র ছাত্রীদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা।

special sports competition in west bengal | newsfront.co
নিজস্ব চিত্র

প্রদীপ প্রজ্জ্বলন এবং অতিথি বরণ তার পাশাপাশি স্বর্গীয় সমাজসেবী রামচন্দ্র ঘোষের প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে শুভ সূচনা করা হয় ক্রীড়া প্রতিযোগিতার। উপস্থিত ছিলেন মালদহ সদর মহকুমা শাসক সুরেশচন্দ্র রানু, ২৪ নম্বর ব্যাটেলিয়ান বিএসএফের কমান্ডেন্ট অনিল কুমার হটকর, ইংলিশবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি লিপীকা বর্মণ ঘোষ, মালদহ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ প্রতিভা সিংহ, মহদীপুর এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রসেনজিৎ ঘোষ, কার্যকারি সভাপতি ফজলুল হক সহ জেলার অন্যান্য প্রশাসনিক আধিকারিক বৃন্দ এবং বিশিষ্ট অতিথিবৃন্দরা।

আরও পড়ুনঃ জাতীয় বিজ্ঞান দিবস পালন

এই প্রসঙ্গে মহদীপুর এক্সপোটার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ ঘোষ জানান প্রতিবছরের ন্যায় এবারও আমরা সমস্ত রাজ্যের বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র-ছাত্রীদের নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছিলাম।

এবারও এই প্রতিযোগিতা দিবারাত্রি কালীন অনুষ্ঠিত হবে। রাজ্যের প্রায় সমস্ত জেলা থেকে প্রায় সাত শতাধিক ছাত্র-ছাত্রী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। এখানে সব রকমের বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র-ছাত্রীদের মোট ৩২ টি ইভেন্টের খেলা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ বাতিল হওয়া ইঞ্জিনে রেস্তোরাঁ, ঘুরে দেখলেন ম্যানেজার

এছাড়াও বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র-ছাত্রীদের সহায়ক যন্ত্র বিতরণ এবং পড়াশুনা, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে কৃতি ছাত্র- ছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হয় আজ। তিনি আরো বলেন আমাদের এই ক্রীড়া উৎসবের উদ্দেশ্য জেলা ও রাজ্যের বিশেষ চাহিদা সম্পন্ন ভাই-বোনদের মধ্যে থেকে ক্রীড়া প্রতিভা খুঁজে বের করে তাদেরকে খেলাধুলার আরো উচ্চতর ক্ষেত্রে সুযোগ সুবিধা করে দেওয়া।

সুযোগ পেলে তারা যে সমাজের সুস্থ মানুষের চেয়ে কোন অংশে কম নয় এটা প্রমাণ করার সুযোগ করে দেওয়া। এছাড়াও আমাদের আগামীতে ইচ্ছা আছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মধ্যে পড়াশোনা খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে দুস্থ ছাত্রছাত্রীদের আর্থিক সাহায্য প্রদান করা যাতে তারা আগামী দিনে জীবনে প্রতিষ্ঠা লাভ করতে পারে। অন্যদিকে এই বিষয়ে সদর মহকুমা শাসক সুরেশ চন্দ্র রানু জানান মহদীপুর এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের এই উদ্যোগটি প্রশংসনীয়। তারা প্রতিবছরই এই উদ্যোগ গ্রহণ করে থাকেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here